দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
বাবা মারা গেছেন ১৫ বছর আগে। সেই থেকে মায়ের আয়েই কোনো রকমে সংসার চলছে। এভাবে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁকে। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সব বাধা জয় করে এবার নীলফামারী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নুসরাত জাহান জুঁই (১৮)।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুঁই দুই ভাইবোনের মধ্যে ছোট। ভাই বিয়ে করে আলাদা থাকেন। মায়ের সঙ্গে থাকেন জুঁই। তাঁর মা ফাতেমা খাতুন উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
আজ বুধবার বিকেলে জুঁইয়ের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। এ সময় পাশে ছিলেন তাঁর মা ফাতেমা খাতুন। জুঁই জানান, ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। বিজ্ঞান বিভাগে পান জিপিএ-৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫।
নুসরাত জাহান জুঁই আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। বাবা সেই ছোট্ট থাকতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত পড়াশোনা করতে মা অনেক কষ্ট করেছেন। ভাই এখন একটা চাকরি করে। তাঁরও সংসার আছে। এখন চিকিৎসক হয়ে মায়ের দুঃখ ঘোচাতে চাই। টাকার অভাবে যাঁরা চিকিৎসা করাতে পারেন না, সেসব গরিব মানুষকে চিকিৎসাসেবা দিতে চাই। মহান আল্লাহর অশেষ কৃপায় মেডিকেলে চান্স পেয়েছি।’
জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন, ‘অনেক কষ্টে ছেলেমেয়েকে বড় করেছি। সারাটা জীবনই কষ্ট করে গেলাম। যখন শুনতে পেলাম আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আনন্দে দুচোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহর কৃপায় আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় মা হিসেবে অনেক গর্ব হচ্ছে। কিন্তু পড়াশোনার খরচ নিয়ে চিন্তাও হচ্ছে।’
গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ৪ হাজার ৯৩২তম স্থান অর্জন করেন নুসরাত জাহান জুঁই।
বাবা মারা গেছেন ১৫ বছর আগে। সেই থেকে মায়ের আয়েই কোনো রকমে সংসার চলছে। এভাবে কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁকে। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সব বাধা জয় করে এবার নীলফামারী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন নুসরাত জাহান জুঁই (১৮)।
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুঁই দুই ভাইবোনের মধ্যে ছোট। ভাই বিয়ে করে আলাদা থাকেন। মায়ের সঙ্গে থাকেন জুঁই। তাঁর মা ফাতেমা খাতুন উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।
আজ বুধবার বিকেলে জুঁইয়ের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। এ সময় পাশে ছিলেন তাঁর মা ফাতেমা খাতুন। জুঁই জানান, ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। বিজ্ঞান বিভাগে পান জিপিএ-৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫।
নুসরাত জাহান জুঁই আরও বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি। বাবা সেই ছোট্ট থাকতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত পড়াশোনা করতে মা অনেক কষ্ট করেছেন। ভাই এখন একটা চাকরি করে। তাঁরও সংসার আছে। এখন চিকিৎসক হয়ে মায়ের দুঃখ ঘোচাতে চাই। টাকার অভাবে যাঁরা চিকিৎসা করাতে পারেন না, সেসব গরিব মানুষকে চিকিৎসাসেবা দিতে চাই। মহান আল্লাহর অশেষ কৃপায় মেডিকেলে চান্স পেয়েছি।’
জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন, ‘অনেক কষ্টে ছেলেমেয়েকে বড় করেছি। সারাটা জীবনই কষ্ট করে গেলাম। যখন শুনতে পেলাম আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আনন্দে দুচোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহর কৃপায় আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় মা হিসেবে অনেক গর্ব হচ্ছে। কিন্তু পড়াশোনার খরচ নিয়ে চিন্তাও হচ্ছে।’
গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ৪ হাজার ৯৩২তম স্থান অর্জন করেন নুসরাত জাহান জুঁই।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে