নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী ফাতেমা রানির তীর্থোৎসব শুরু হয়েছে। উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বইছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বারোমারী সাধু লিওর এ ধর্মপল্লি ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে তৈরি বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়। এবার প্রায় ৪০ থেকে ৬০ হাজার খ্রিষ্ট ভক্ত অংশগ্রহণ করেছে। এবারের তীর্থ উৎসবে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের তুড়া ক্যাথলিক ডাইসিসের একটি ধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ট ফাদার টমাস মানকিন।
সিনোডাল মণ্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ফাতেমা রানি মা মারিয়া।—এই মূল সুরে আজ বৃহস্পতিবার বিকেলে পাপ স্বীকারের মধ্য দিয়ে শুরু হয় দুদিনের উৎসব। পরে পবিত্র খ্রিষ্টযাগ শেষে রাত ৮টায় আলোক শোভাযাত্রা, ১১টায় সাক্রান্তের আরাধনা, রাত ১২টায় নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠান হবে। কাল শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহা খ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি হবে।
তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী বলেন, ধর্মীয় চেতনায় দেশি-বিদেশি হাজারো খ্রিষ্টান ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। এই তীর্থস্থানে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৮ ফুট উচ্চতার ফাতেমা রানির মা মারিয়ার মূর্তি নির্মাণ করা হয়েছে। এই স্থানটি খ্রিষ্টভক্তদের জন্য একটি পবিত্র ধর্মীয় স্থান। এখানে এসে তাঁরা ধর্মীয় অনুভূতি জাগিয়ে বিভিন্ন প্রার্থনা করে থাকে। তাতে অর্ধলাখ খ্রিস্টভক্ত আত্মার প্রশান্তি পায়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এই তীর্থোৎসবে দেশি-বিদেশি অর্ধলাখ তীর্থযাত্রীর আগমন হয়েছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা আশাবাদী, শান্তিপূর্ণভাবে ও চমৎকারভাবে এই তীর্থ সম্পন্ন করতে পারব।’
শেরপুরের নালিতাবাড়ীতে দুই দিনব্যাপী ফাতেমা রানির তীর্থোৎসব শুরু হয়েছে। উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বইছে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে প্রায় ৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বারোমারী সাধু লিওর এ ধর্মপল্লি ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে ও অনুকরণে পাহাড় ঘেরা মনোরম পরিবেশে তৈরি বার্ষিক তীর্থস্থান হিসেবে বেছে নেওয়া হয়। এবার প্রায় ৪০ থেকে ৬০ হাজার খ্রিষ্ট ভক্ত অংশগ্রহণ করেছে। এবারের তীর্থ উৎসবে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের তুড়া ক্যাথলিক ডাইসিসের একটি ধর্মপল্লির পাল পুরোহিত রেভারেন্ট ফাদার টমাস মানকিন।
সিনোডাল মণ্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ফাতেমা রানি মা মারিয়া।—এই মূল সুরে আজ বৃহস্পতিবার বিকেলে পাপ স্বীকারের মধ্য দিয়ে শুরু হয় দুদিনের উৎসব। পরে পবিত্র খ্রিষ্টযাগ শেষে রাত ৮টায় আলোক শোভাযাত্রা, ১১টায় সাক্রান্তের আরাধনা, রাত ১২টায় নিশি জাগরণ ও নিরাময় অনুষ্ঠান হবে। কাল শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও সকাল ১০টায় মহা খ্রিষ্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তি হবে।
তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী বলেন, ধর্মীয় চেতনায় দেশি-বিদেশি হাজারো খ্রিষ্টান ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। এই তীর্থস্থানে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৮ ফুট উচ্চতার ফাতেমা রানির মা মারিয়ার মূর্তি নির্মাণ করা হয়েছে। এই স্থানটি খ্রিষ্টভক্তদের জন্য একটি পবিত্র ধর্মীয় স্থান। এখানে এসে তাঁরা ধর্মীয় অনুভূতি জাগিয়ে বিভিন্ন প্রার্থনা করে থাকে। তাতে অর্ধলাখ খ্রিস্টভক্ত আত্মার প্রশান্তি পায়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এই তীর্থোৎসবে দেশি-বিদেশি অর্ধলাখ তীর্থযাত্রীর আগমন হয়েছে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা আশাবাদী, শান্তিপূর্ণভাবে ও চমৎকারভাবে এই তীর্থ সম্পন্ন করতে পারব।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৩ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
২৩ মিনিট আগে