জামালপুর প্রতিনিধি
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলায় প্রতিপক্ষের নির্বাচনী প্রচারকেন্দ্রসহ চার স্থানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মোটরসাইকেল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ আদমের মোড় ও রশিদপুর ইউনিয়নের রামনগর কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্র, শ্রীপুর ইউনিয়নের এক ব্যবসাপ্রতিষ্ঠান এবং দিগপাইত ইউনিয়নের বাইটকামারী গ্রামের মাটিখোলা এলাকায় এক সমর্থকের বাড়ি।
হামলার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। তিনি বলেন, ‘চার স্থানে হামলার কথা শুনেছি। হবদেশ আদমের মোড় নির্বাচনী প্রচারকেন্দ্রে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
হবদেশ আদমের মোড়ের নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল রাতে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. হাফিজুর রহমান স্বপনের সমর্থকেরা কেন্দ্রে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেল প্রতীকের প্রায় অর্ধশত সমর্থক মোটরসাইকেলে করে এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় হুমাউন ও মালেকসহ পাঁচজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।
চার স্থানে হামলা হওয়ার বিষয়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান স্বপন বলেন, ‘পরিকল্পিতভাবে তারা (মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা) গতকাল রাতে আমার দুটি কেন্দ্রে ও দুই সমর্থকের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। এভাবে ভয়ভীতি দেখিয়ে কর্মীদের মাঠ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আধিপত্য বিস্তার করে জয়লাভ করতে চায় তারা।’
দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর প্রচারকেন্দ্রে হামলা হয়েছে। ঘটনার পর নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
অভিযোগের বিষয়ে জানতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজন কুমার চন্দের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর সদর উপজেলায় প্রতিপক্ষের নির্বাচনী প্রচারকেন্দ্রসহ চার স্থানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে মোটরসাইকেল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এসব হামলার ঘটনা ঘটে।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ আদমের মোড় ও রশিদপুর ইউনিয়নের রামনগর কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারকেন্দ্র, শ্রীপুর ইউনিয়নের এক ব্যবসাপ্রতিষ্ঠান এবং দিগপাইত ইউনিয়নের বাইটকামারী গ্রামের মাটিখোলা এলাকায় এক সমর্থকের বাড়ি।
হামলার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। তিনি বলেন, ‘চার স্থানে হামলার কথা শুনেছি। হবদেশ আদমের মোড় নির্বাচনী প্রচারকেন্দ্রে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
হবদেশ আদমের মোড়ের নির্বাচনী প্রচারকেন্দ্রে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল রাতে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. হাফিজুর রহমান স্বপনের সমর্থকেরা কেন্দ্রে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেল প্রতীকের প্রায় অর্ধশত সমর্থক মোটরসাইকেলে করে এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় হুমাউন ও মালেকসহ পাঁচজন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।
চার স্থানে হামলা হওয়ার বিষয়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান স্বপন বলেন, ‘পরিকল্পিতভাবে তারা (মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা) গতকাল রাতে আমার দুটি কেন্দ্রে ও দুই সমর্থকের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেছে। এভাবে ভয়ভীতি দেখিয়ে কর্মীদের মাঠ থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আধিপত্য বিস্তার করে জয়লাভ করতে চায় তারা।’
দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর প্রচারকেন্দ্রে হামলা হয়েছে। ঘটনার পর নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
অভিযোগের বিষয়ে জানতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বিজন কুমার চন্দের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে