Ajker Patrika

শেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ২০: ১১
শেরপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

শেরপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হযরত আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের ডিসি গেট মোড়ে আজ মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দসহ (৩১) অন্তত ১০ জন আহত হয়েছেন। 

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ গ্রুপের মধ্যে দলীয় কোন্দল চলছিল। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য জেলা প্রশাসক চত্বরে জমায়েত হতে থাকেন। জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের হাতে স্মারকলিপি প্রদানের পর ফিরে যাওয়ার পথে হযরত আলী ও শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ, মো. রনি, মো. আশরাফসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপারে মো. হযরত আলী বলেন, ‘এর আগে মাসুদসহ তিনজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আমার নেতা-কর্মীর ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।’ 

তবে মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আমার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’ 

শেরপুর জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানাব। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত