Ajker Patrika

ময়মনসিংহে আওয়ামী লীগের নেতৃত্বে নতুনদের সঙ্গে পুরোনো মুখ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে আওয়ামী লীগের নেতৃত্বে নতুনদের সঙ্গে পুরোনো মুখ

আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার সভাপতি পদে নতুন মুখ এলেও সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আগেরজনকেই নির্বাচিত করা হয়েছে।

এহতেশামূল আলমকে জেলা শাখার নতুন সভাপতি হয়েছেন এবং সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সম্পাদক একই দায়িত্বে ফিরেছেন।

মহানগর শাখার সভাপতি হয়েছেন সদ্যবিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক পদে বহাল আছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মোহিত উর রহমান শান্ত।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জেলা ও মহানগরের সম্মেলনে নতুন কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে আওয়ামী লীগকে বিজয়ী করতে কাজ করবেন।

নবগঠিত জেলা আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘নেত্রী দ্বিতীয়বারের মতো আমার ওপর আস্থা রেখেছে। আশা করছি, নিজ কর্মের মাধ্যমে আস্থার প্রতিদান দেব। দলকে আরও সুসংগঠিত করতে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত