Ajker Patrika

ক্যাম্পাসে আর ফেরা হলো না সুকান্তের

বাকৃবি প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ২৭
ক্যাম্পাসে আর ফেরা হলো না সুকান্তের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুকান্ত কুমার দাস মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পেটের পীড়াজনিত কারণে তাঁর আকস্মিক মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের হল থেকে দুপুরে নিজের গ্রামের বাড়িতে যান সুকান্ত। সেদিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করে পেটে গ্যাসের সৃষ্টি হয়। অবস্থা খারাপ বুঝতে পেরে পরিবারের লোকজন নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টা ৫মিনিটে সুকান্ত মারা যান। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন সুকান্ত। তাঁর বাসা নাটোর জেলার সিংড়া উপজেলার শেরখালি গ্রামে। পরিবারের বড় ছেলে সুকান্ত। তাঁর শেষকৃত্য নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। 

শিক্ষার্থী সুকান্তের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাকৃবিতে। 

বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক আফরিনা মুস্তারি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার প্রিয় ছাত্র আর আমাদের মাঝে নেই, অনেক মেধাবী ও ভদ্র ছিলে তুমি। এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত