Ajker Patrika

শেরপুরে ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুরে বেপরোয়া গতির ড্রামট্রাক চাপায় মো. নুরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে শেরপুরের চাপাতলীস্থ এতিমখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় হামিদুল ইসলাম (৪৫) নামে আরও একজন আহত হন। 

নিহত নুরুল ইসলাম সদর উপজেলার পাকুড়িয়ার পূর্বপাড়া গ্রামের মৃত মত শেখের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। 

আহত হামিদুল ইসলাম কসবা কাচারিপাড়া এলাকার নওশেদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে ব্যক্তিগত কাজ সেরে মোটরসাইকেলে করে শেরপুরের খরমপুর থেকে কসবা কাচারীপাড়া শ্বশুরবাড়িতে ফিরছিলেন রংমিস্ত্রি নুরুল ইসলাম ও হামিদুল ইসলাম। পথিমধ্যে চাপাতলী এতিমখানা চৌরাস্তা মোড়ে আসার পরই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রামট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আহত হামিদুল জেলা সদর হাসপাতালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, নুরুল ইসলাম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তাঁর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত