সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার জামতলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মুজিবুর হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির (জোনাল অফিস) মিটার টেস্টিং সুপারভাইজার আলী হাসান (৩২) সোমবার সকালে লাইনম্যান সহকারী সুলতান মিয়াকে নিয়ে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে যান। সেখানে কাজ শেষে বিকেলে মোটরসাইকেলে তাঁরা পল্লী বিদ্যুৎ স্টেশনে ফিরছিলেন। পথিমধ্যে পৌরসভার জামতলা রেল ক্রসিংয় অতিক্রমকালে ধলেশ্বরী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তারা রেল লাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত আলী হাসান সিরাজগঞ্জের সোনাকশা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ও সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ মুজিবুর হক বলেন, ‘পৌরসভার জামতলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘সকালে তারা কাজে বের হন। বিকেলে ফেরার পথে রেল দুর্ঘটনায় তাঁরা প্রাণ হারান।’
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার জামতলা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মুজিবুর হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির (জোনাল অফিস) মিটার টেস্টিং সুপারভাইজার আলী হাসান (৩২) সোমবার সকালে লাইনম্যান সহকারী সুলতান মিয়াকে নিয়ে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে যান। সেখানে কাজ শেষে বিকেলে মোটরসাইকেলে তাঁরা পল্লী বিদ্যুৎ স্টেশনে ফিরছিলেন। পথিমধ্যে পৌরসভার জামতলা রেল ক্রসিংয় অতিক্রমকালে ধলেশ্বরী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তারা রেল লাইনের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত আলী হাসান সিরাজগঞ্জের সোনাকশা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ও সুলতান মিয়া সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের ইনচার্জ মুজিবুর হক বলেন, ‘পৌরসভার জামতলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’ সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘সকালে তারা কাজে বের হন। বিকেলে ফেরার পথে রেল দুর্ঘটনায় তাঁরা প্রাণ হারান।’
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪১ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে