নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরার দখলে থাকা খাল ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে শহরের নয়আনীকান্দা এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের গরুহাটি সংলগ্ন নয়আনীকান্দা সেতুর নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে। যা দিয়ে সেতুর উভয় পাশের প্রায় প্রায় ৩০০ একর আবাদি জমির পানি নিষ্কাশিত হয়। তবে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরা সেতু সংলগ্ন জমি দখল করে স্থাপনা ও পুকুর খনন করে খালের পানি চলাচলের রাস্তা ভরাট করেন।
এতে গত সপ্তাহের টানা বৃষ্টিতে প্রায় ৩০০ একর আবাদি জমি পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় শতাধিক পরিবার।
পরে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে সোমবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, ‘ব্রিজের পাশেই ঘর ও পুকুর খনন করে খাল বন্ধ করে দেওয়ায় আমাদের খেতের পানি আটকা পড়ে আছে। টানা বৃষ্টিতে আমাদের বাসার পানিও জমে আছে। এখন আবার খাল খনন করে দিলে আমাদের আবাদ বাচবে।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তাকিজুল ইসলাম তাঁরা বলেন, ‘এ বিষয়ে আমার কোনো অভিযোগ বা আপত্তি নেই। এখানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রয়েছে। সরকার তাঁর জায়গা যেকোনো কাজে ব্যবহার করতে পারে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, খাল ভরাট করা ও স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো। এতে প্রায় ৩০০ একর আবাদি জমি ও শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পৌরসভা থেকে খাল খনন করে দেওয়া হবে।
ইউএনও মাসুদ রানা বলেন, ‘খাল বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। অভিযোগ পেয়ে যাচাই-বাছাইয়ের পর জলাবদ্ধতা নিরসনে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরার দখলে থাকা খাল ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে শহরের নয়আনীকান্দা এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের গরুহাটি সংলগ্ন নয়আনীকান্দা সেতুর নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে। যা দিয়ে সেতুর উভয় পাশের প্রায় প্রায় ৩০০ একর আবাদি জমির পানি নিষ্কাশিত হয়। তবে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরা সেতু সংলগ্ন জমি দখল করে স্থাপনা ও পুকুর খনন করে খালের পানি চলাচলের রাস্তা ভরাট করেন।
এতে গত সপ্তাহের টানা বৃষ্টিতে প্রায় ৩০০ একর আবাদি জমি পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় শতাধিক পরিবার।
পরে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে সোমবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, ‘ব্রিজের পাশেই ঘর ও পুকুর খনন করে খাল বন্ধ করে দেওয়ায় আমাদের খেতের পানি আটকা পড়ে আছে। টানা বৃষ্টিতে আমাদের বাসার পানিও জমে আছে। এখন আবার খাল খনন করে দিলে আমাদের আবাদ বাচবে।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তাকিজুল ইসলাম তাঁরা বলেন, ‘এ বিষয়ে আমার কোনো অভিযোগ বা আপত্তি নেই। এখানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রয়েছে। সরকার তাঁর জায়গা যেকোনো কাজে ব্যবহার করতে পারে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, খাল ভরাট করা ও স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো। এতে প্রায় ৩০০ একর আবাদি জমি ও শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পৌরসভা থেকে খাল খনন করে দেওয়া হবে।
ইউএনও মাসুদ রানা বলেন, ‘খাল বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। অভিযোগ পেয়ে যাচাই-বাছাইয়ের পর জলাবদ্ধতা নিরসনে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।’
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে