Ajker Patrika

নানাবাড়িতে কিশোরীর আত্মহত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নানাবাড়িতে কিশোরীর আত্মহত্যা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তায়িবা নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরীর নানার বাড়ি, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

তায়িবা উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের শামীমের মেয়ে। 

মৃত কিশোরীর পরিবার বলছে, তায়িবা দেড় মাস আগে নানার বাড়ি মাকড়াইল গ্রামে বেড়াতে যায়। শনিবার সে রোজা ছিল। ইফতারের আগে তার নানি তায়িবাকে ডাক দিলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে তার নানি রান্নাঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তিনি ডাক ও চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। 

কিশোরীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়ের অনেক দিন যাবৎ সারা মুখে ব্রণ। এ বিষয়টা নিয়ে আমার মেয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। অনেক ওষুধ লাগিয়েও তা ভালো হচ্ছিল না। ঢাকায় গিয়ে ডাক্তার দেখানোরও কথা ছিল। মেয়ের মুখের ব্রণ ভালো হচ্ছিল না, এই কারণেও আমার মেয়ে আত্মহত্যা করতে পারে।’ 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই কিশোরীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত