Ajker Patrika

নববধূ ঘুম থেকে জেগে দেখেন স্বামী ঝুলছে ফাঁসিতে

নেত্রকোনা প্রতিনিধি
নববধূ ঘুম থেকে জেগে দেখেন স্বামী ঝুলছে ফাঁসিতে

রাতের খাবার খেয়ে একসঙ্গে ঘুমাতে যান নবদম্পতি। পরে সকালে স্ত্রী ঘুম থেকে জেগে দেখেন স্বামী ঝুলছে ফাঁসিতে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদ্য বিবাহিত যুবক জিয়াদ হাসানের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের গৌরাকান্দা গ্রামে। পুলিশের ধারণা—এটি আত্মহত্যা। পরিবারের অমতে বিয়ে মেনে না নেওয়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

জিয়াদ হাসান উপজেলার সুয়াইর ইউনিয়নের ভরাম গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। 

স্থানীয়রা বলছে, গত ২৩ অক্টোবর উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দাউরা গ্রামের হারিছ উদ্দিনের মেয়ে খুকু মনিকে বিয়ে করেন জিয়াদ। দুজনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে মেনে না নেওয়ায় আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। পরে স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে জিয়াদকে ঘরে উঠতে দেয়নি পরিবারের লোকজন। পাশের বাড়িতে তিন-চার দিন থেকে গত বুধবার গৌরাকান্দায় গ্রামে বোনের বাড়িতে চলে যায়। এ ঘটনায় জিয়াদ মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিল। শনিবার রাতে অন্যদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে তাঁর স্ত্রী ঘুম থেকে জেগে দেখেন জিয়াদ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে বিষয়টি সবাইকে জানানো হলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ছাড়া জিয়াদকে বিদেশে পাঠানোর জন্য পরিবারের লোকজন এজেন্সিতে টাকাও জমা দিয়েছিল। মাস খানিকের মধ্যে তার বিদেশ চলে যাওয়ার কথা ছিল। এই সময়ে কাউকে না জানিয়ে বিয়ে করায় পরিবারের লোকজন তাঁর প্রতি ক্ষুব্ধ হয়। 

জিয়াদের দুলাভাই মো. জাহাঙ্গীর জানান, ‘শনিবার নতুন বউকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসে জিয়াদ। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারা দুজন। আমরা অন্য ঘরে চলে যাই। সকাল সাড়ে ৬টার দিকে আমার স্ত্রী এসে তাদের ডাক দেয়। এতে তাঁর ডাকে খুকু মনি ঘুম ভেঙে জিয়াদকে বিছানার পাশে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে উঠে। দরজা খোলার পর দেখা যায় বিছানার পাশেই ঝুলছে জিয়াদের লাশ।’

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান বলেন, ‘জিয়াদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে-পারিবারিকভাবে বিয়ে মেনে না নেওয়ার কারণে হয়তো আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। জিয়াদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত