Ajker Patrika

গরুর বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৪: ২১
গরুর বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে আব্দুল মালেক (৩০) নামে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ধানখেতের আইলের সঙ্গে পানি জমে থাকা গর্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে গরুর বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মৃত যুবক কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আজিজুল রহমানের ছেলে। 

স্থানীয় লোকজন ও পুলিশ বলছে, শুক্রবার বিকেলে আব্দুল মালেক ইন্দ্রপুর গ্রামে গরুর বাছুর খুঁজতে বের হন। এরপর সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে ধানখেতের আইলের সঙ্গে পানি জমে থাকা গর্তে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্ল্যাহ মির্জা বলেন, ‘আব্দুল মালেক একজন প্রতিবন্ধী যুবক। ধারণা করছি, গরুর বাছুর খুঁজতে গিয়ে খেতের আইল দিয়ে যাওয়ার সময় পানি জমে থাকা গর্তে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত