Ajker Patrika

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মনির মিয়া (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢালাইয়ের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত মনির মিয়া নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের সাহেদ আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোরে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে ঢালাইয়ের কাজ করতে যান মনির মিয়া। সকাল ১১টার দিকে ঢালাইয়ের কাজের সময় বিদ্যুতায়িত হন তিনি। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, ‘মনির আমার সম্পর্কে নাতি হয়। আমিও তাঁর সঙ্গে কাজে ছিলাম। ঢালাইয়ের সময় মর্টারের তার মনিরের শরীরে লেগে যায়। পরে আহত অবস্থায় আমি তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনি।’

হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়েছিল।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। তবে, ঘটনাটি কেন্দুয়া থানাধীন এলাকাতে ঘটায় সেখানে ব্যবস্থা নিবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত