Ajker Patrika

বাণিজ্য করতে কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি, মদন (নেত্রকোনা) 
বাণিজ্য করতে কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিতে অনিয়মের অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বাণিজ্যের জন্য সু-কৌশলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে দাবি পৌর কাউন্সিলর হক্কু মিয়ার। এ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান বিষয়ে একজন করে ল্যাব সহকারী নিয়োগের জন্য গত ১৫ আগস্ট একটি করে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে যে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা দীর্ঘদিন ধরে মদন উপজেলা পাঠকদের হাতে আসে না। এতে উপজেলার অনেক চাকরিপ্রত্যাশী আবেদনই করতে পারেনি। নিজেদের পছন্দ মত লোক নিয়োগ ও নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষ এ কাজটি করেছে।

অভিযোগে আরও বলা হয়, কলেজের গভর্নিং বডির এক প্রভাবশালী শিক্ষক ও নিয়োগ কমিটির সদস্য প্রভাব খাঁটিয়ে নিজের ভাই ও বাকি তিন পদে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। এ নিয়ে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর চারটি পদে ১৭ জন প্রার্থী আবেদন করেছেন। যাচাই-বাছাই করে নিয়োগের বিষয়ে কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি বুলবুল আহমেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত করে কারও সম্পৃক্ততা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত