ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তখন রাস্তায় পড়ে থাকা মরদেহ এড়িয়ে যাওয়ার সময় অপর একটি যাত্রীবাহী বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে গেলে ছয় সেনাসদস্য আহত হন।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন গফরগাঁও উপজেলার আঠারধানা গ্রামের আব্দুল হামিদ খানের স্ত্রী মুর্তজা খাতুন (৬০) ও তাঁর নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ী নামক স্থানে মুর্তজা খাতুন তাঁর নাতি জান্নাতকে সঙ্গে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান। এ সময় পেছনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস মরদেহ এড়িয়ে দ্রুতবেগে অতিক্রম করার সময় সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশে উল্টে গেলে ছয় সেনাসদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে দুই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. আলী হোসেন জানান, কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হওয়ার পর পেছন থেকে আসা একটি বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায় এবং ছয়জন সেনাসদস্য আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা, পরে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তখন রাস্তায় পড়ে থাকা মরদেহ এড়িয়ে যাওয়ার সময় অপর একটি যাত্রীবাহী বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে গেলে ছয় সেনাসদস্য আহত হন।
আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন গফরগাঁও উপজেলার আঠারধানা গ্রামের আব্দুল হামিদ খানের স্ত্রী মুর্তজা খাতুন (৬০) ও তাঁর নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ী নামক স্থানে মুর্তজা খাতুন তাঁর নাতি জান্নাতকে সঙ্গে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান। এ সময় পেছনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস মরদেহ এড়িয়ে দ্রুতবেগে অতিক্রম করার সময় সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশে উল্টে গেলে ছয় সেনাসদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে দুই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. আলী হোসেন জানান, কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হওয়ার পর পেছন থেকে আসা একটি বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায় এবং ছয়জন সেনাসদস্য আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা, পরে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে