আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রাণ ফিরেছে নেত্রকোনার আটপাড়ার শাপলার বিলে। করোনার কারণে মৌসুমের শুরুর দিকে দর্শনার্থী কম হলেও এখন বাড়ছে পর্যটকদের সংখ্যা। প্রতিদিন বিস্তীর্ণ বিলের পানিতে ফুটে থাকা লাল, সাদা আর নীল শাপলা ফুল দেখতে ভিড় জমাচ্ছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন বিলে দেখা যাচ্ছে, শাপলা, পদ্ম, আর শালুক ফুলের অপরূপ দৃশ্য। এ যেন বিরাট এক শাপলার রাজ্য। যেখানে লতা-পাতা-গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা। বিলের যত ভেতরে যাওয়া যায় সবুজের আড়ালে ততই বাড়তে থাকে লালের সমারোহ। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।
নেত্রকোনার সদর থেকে ১৭ কিলোমিটার পূর্বে আটপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চল ডুবি। এ ছাড়াও উপজেলার দুওজ, চারিয়া, লুনেশ্বর, দক্ষিণ সোনাজুর, বালাইচ, বাহাদুরপুর এবং করাপধূপসহ বিভিন্ন গ্রামের বিলে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জলজ ফুলের বিস্তীর্ণ এলাকা বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকে। আষাঢ়ের শুরুতে বিলে প্রকৃতিগতভাবে ফুটে উঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি রঙের এই শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। আশ্বিনে পায় ভরা যৌবন।
কাছ থেকে দেখে মনে হয় প্রকৃতি যেন ডানা মেলে সাজিয়ে রেখেছে বিলের পুরো অঞ্চল। আর শাপলার এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। নৌকায় দিয়ে বিলের পানিতে বেড়িয়ে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন হাজারো দর্শনার্থী।
কার্তিক মাস পর্যন্ত বিলে শাপলার ফুল থাকে। এর পর ধীর ধীরে বিলের পানি নেমে যেতে থাকলে জমির আগাছা পরিষ্কার করে কৃষি কাজে নেমে পড়েন স্থানীয় কৃষকেরা।
প্রাণ ফিরেছে নেত্রকোনার আটপাড়ার শাপলার বিলে। করোনার কারণে মৌসুমের শুরুর দিকে দর্শনার্থী কম হলেও এখন বাড়ছে পর্যটকদের সংখ্যা। প্রতিদিন বিস্তীর্ণ বিলের পানিতে ফুটে থাকা লাল, সাদা আর নীল শাপলা ফুল দেখতে ভিড় জমাচ্ছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন বিলে দেখা যাচ্ছে, শাপলা, পদ্ম, আর শালুক ফুলের অপরূপ দৃশ্য। এ যেন বিরাট এক শাপলার রাজ্য। যেখানে লতা-পাতা-গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা। বিলের যত ভেতরে যাওয়া যায় সবুজের আড়ালে ততই বাড়তে থাকে লালের সমারোহ। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।
নেত্রকোনার সদর থেকে ১৭ কিলোমিটার পূর্বে আটপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চল ডুবি। এ ছাড়াও উপজেলার দুওজ, চারিয়া, লুনেশ্বর, দক্ষিণ সোনাজুর, বালাইচ, বাহাদুরপুর এবং করাপধূপসহ বিভিন্ন গ্রামের বিলে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জলজ ফুলের বিস্তীর্ণ এলাকা বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকে। আষাঢ়ের শুরুতে বিলে প্রকৃতিগতভাবে ফুটে উঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি রঙের এই শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। আশ্বিনে পায় ভরা যৌবন।
কাছ থেকে দেখে মনে হয় প্রকৃতি যেন ডানা মেলে সাজিয়ে রেখেছে বিলের পুরো অঞ্চল। আর শাপলার এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। নৌকায় দিয়ে বিলের পানিতে বেড়িয়ে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন হাজারো দর্শনার্থী।
কার্তিক মাস পর্যন্ত বিলে শাপলার ফুল থাকে। এর পর ধীর ধীরে বিলের পানি নেমে যেতে থাকলে জমির আগাছা পরিষ্কার করে কৃষি কাজে নেমে পড়েন স্থানীয় কৃষকেরা।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৪ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৭ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৩ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে