প্রতিনিধি
শেরপুর: শেরপুরে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম এর ১২ হাজার ডোজ টিকা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসে এসব টিকা। গত শুক্রবার বিকেলে একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে আসা `সিনোফার্ম ভ্যাকসিন’ এর ওই টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা।
শেরপুরে আসা ওই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। ওই সব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আজ (শনিবার) থেকেই চীনের তৈরি সিনোফার্ম এর টিকা প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিন শেরপুর জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাকসিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা সদর হাসপাতালে টিকা গ্রহণের জন্য ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকাই নিতে পারেননি। এ ছাড়া ১২ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিলেও তাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন অন্য কোম্পানির টিকা নিতে গেলে তাঁদের নতুন করে অন্য কোম্পানির প্রথম ডোজের টিকা নিয়ে পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তবে এবারের টিকা তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জনের। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৫৯৪ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২২৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন। চলতি মাসে জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪৬ জন রোগীর করোনা শনাক্ত হয়।
শেরপুর: শেরপুরে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম এর ১২ হাজার ডোজ টিকা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসে এসব টিকা। গত শুক্রবার বিকেলে একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে আসা `সিনোফার্ম ভ্যাকসিন’ এর ওই টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা।
শেরপুরে আসা ওই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। ওই সব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আজ (শনিবার) থেকেই চীনের তৈরি সিনোফার্ম এর টিকা প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিন শেরপুর জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাকসিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা সদর হাসপাতালে টিকা গ্রহণের জন্য ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকাই নিতে পারেননি। এ ছাড়া ১২ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিলেও তাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন অন্য কোম্পানির টিকা নিতে গেলে তাঁদের নতুন করে অন্য কোম্পানির প্রথম ডোজের টিকা নিয়ে পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তবে এবারের টিকা তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জনের। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৫৯৪ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২২৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন। চলতি মাসে জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪৬ জন রোগীর করোনা শনাক্ত হয়।
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে