Ajker Patrika

লরির সঙ্গে নছিমনের সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২০: ১৫
লরির সঙ্গে নছিমনের সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

নেত্রকোনার আটপাড়ায় লরির সঙ্গে নছিমনের সংঘর্ষে মো. উজ্জ্বল মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও দুজন। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার আটপাড়া-তেলিগাতী সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ লরিচালক জসিম মিয়াকে (২৮) আটক করেছে। 

নিহত উজ্জ্বল মিয়া মোহনগঞ্জ উপজেলার সাজিহাটি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আটক চালক জসিম মিয়া কেন্দুয়া সিংহেরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে উজ্জ্বল মিয়া মোহনগঞ্জ থেকে একটি নছিমনে গরু বোঝাই করে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে আটপাড়া-তেলিগাতী সড়কের মোবারকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনিসহ নছিমনের চালক ও চালকের সহযোগী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উজ্জ্বল মিয়াকে মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধারসহ পলাতক লরিচালক জসিম মিয়াকে আটক করে পুলিশ। ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত