Ajker Patrika

যমুনা নদীতে বালুভর্তি ট্রলারডুবি, নিখোঁজ ২ শ্রমিক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ২২: ১৪
যমুনা নদীতে বালুভর্তি ট্রলারডুবি, নিখোঁজ ২ শ্রমিক

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে বালুভর্তি ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ি খানপাড়া যমুনা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ শ্রমিকেরা হলেন শশারিয়াবাড়ি খানপাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে হ‌ুমায়ূন (৪০) ও একই এলাকার মৃত বকুলের ছেলে শাহেব আলী (৫০)। 

জানা যায়, ডুবে যাওয়া ট্রলারটির মালিক শশারিয়াবাড়ি খানপাড়া এলাকার তাহের মেম্বারের ছেলে লিটন মিয়া। দীর্ঘদিন থেকে ওই এলাকার আবুল কালাম, শাজাহান, ভিক্কু, হ‌ুমায়ূন ও শাহেব আলী মিলে যমুনা নদী থেকে বালু উত্তোলনের পর ট্রলারে করে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। 

স্থানীয়রা জানান, আজ দুপুরে বালু ব্যবসায়ীরা গাইবান্ধার ফুলছুড়ি উপজেলার ফুটানি বাজার এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলন করেন। পরে ইঞ্জিনচালিত ট্রলারে করে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টিনেরচর এলাকা হয়ে শশাড়িবাড়ি খানপাড়া পাইলিং ঘাটে নিয়ে আসছিল। এদিকে, ঘাটে আগে থেকে একটি বলগেট বাঁধা ছিল। বালুবর্তী ট্রলারটি ওই বলগেটের সঙ্গে ধাক্কা লেগে তৎক্ষণাৎ ডুবে যায়। এ সময় বালুবর্তী ট্রলারের ভেতরে থাকা ৫ শ্রমিকের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার হয়। কিন্তু ২ শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

ট্রলারে থাকা শ্রমিক আবুল কালাম আজাদ বলেন, ‘ফুটানি এলাকা থেকে বালু উত্তোলন করে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সীমান্ত খানপাড়া এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীতে সাঁতরে আমিসহ শ্রমিক শাজাহান, ভিক্কু ওপরে উঠে আসি। তবে হ‌ুমায়ূন ও শাহেব আলী নদী থেকে উঠতে পারেননি। 

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত