Ajker Patrika

নিখোঁজের এক দিন পর হাজং নারীর মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১২: ৩১
নিখোঁজের এক দিন পর হাজং নারীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি খাল থেকে সুশীলা হাজং (৫৫) নামে এক নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ছনগড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

মৃত সুশীলা হাজং কুল্লাগড়া ইউনিয়নের বগাউড়া গ্রামের দেবেন্দ্র বেতেন্দ্র হাজংয়ের স্ত্রী। তিনি দিনমজুরির কাজ করতেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল শুক্রবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন সুশীলা হাজং। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি। আজ সকাল ৭টার দিকে স্থানীয়রা ছনগড়া খালে এক নারীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সুশীলার পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

ওসি আরও বলেন, ‘পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। আমরা জানতে পেরেছি, সুশীলা সাঁতার জানতেন না। তাই ধারণা করা হচ্ছে, তিনি খাল পেরোনোর সময় পানিতে ডুবে মারা গেছেন। স্বজনদের মতামত নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত