ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ঘুষ নেওয়াসহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ওঠা জামালপুরের বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বদলির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে এসআই মো. খাইরুল ইসলামকে জেলার দেওয়ানগঞ্জ থানার আওতায় সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত ৬ মে ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ তোলেন এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে। কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে এসপি মো. কামরুজ্জামান তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দিয়েছেন পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে। ইতিমধ্যে এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকাজ শুরু করা হয়েছে।
তদন্তের দায়িত্বে থাকা দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।
অভিযোগকারী মোশারফ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৩০ জুন গভীর রাতে কামালের বার্ত্তী বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত দেড় কোটি টাকা মূল্যের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে পার্শবর্তী ব্যবসায়ী বাবু মিয়া, আব্দুল মজিদ মিয়া, আরফান আলী, আব্দুল হালিম মেম্বার এবং আলমাছ আলীর দোকানও পুড়ে যায়। এ নিয়ে আইনি প্রতিকার চাওয়ায় মোশারফ হোসেনসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছে ১৬ হাজার টাকা ঘুষ নেন এসআই খাইরুল। এ ছাড়া মোশারফ হোসেনের দোকান থেকে ২৭০০ টাকার মূল্যে ২৫ কেজির দুই বস্তা চাল নিয়েও টাকা দেননি এসআই খাইরুল।
তবে অভিযুক্ত এসআই খাইরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বলেন, ‘বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলামকে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘খাইরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এসআই মো. আব্দুল হান্নান। তিনি ইতিমধ্যে কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রে যোগদান করেছেন।’
ঘুষ নেওয়াসহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ ওঠা জামালপুরের বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলামকে বদলি করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বদলির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে এসআই মো. খাইরুল ইসলামকে জেলার দেওয়ানগঞ্জ থানার আওতায় সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলির আদেশ দেওয়া হয়।
জানা গেছে, গত ৬ মে ঘুষ আদায়সহ সেবাপ্রার্থীদের হয়রানি করার অভিযোগ তোলেন এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে। কামালের বার্ত্তী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জামালপুরের এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে এসপি মো. কামরুজ্জামান তদন্ত করে প্রতিবেদন দিতে দায়িত্ব দিয়েছেন পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে। ইতিমধ্যে এসআই মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তকাজ শুরু করা হয়েছে।
তদন্তের দায়িত্বে থাকা দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।
অভিযোগকারী মোশারফ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৩০ জুন গভীর রাতে কামালের বার্ত্তী বাজারে তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে পুড়ে অন্তত দেড় কোটি টাকা মূল্যের ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে পার্শবর্তী ব্যবসায়ী বাবু মিয়া, আব্দুল মজিদ মিয়া, আরফান আলী, আব্দুল হালিম মেম্বার এবং আলমাছ আলীর দোকানও পুড়ে যায়। এ নিয়ে আইনি প্রতিকার চাওয়ায় মোশারফ হোসেনসহ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের কাছে ১৬ হাজার টাকা ঘুষ নেন এসআই খাইরুল। এ ছাড়া মোশারফ হোসেনের দোকান থেকে ২৭০০ টাকার মূল্যে ২৫ কেজির দুই বস্তা চাল নিয়েও টাকা দেননি এসআই খাইরুল।
তবে অভিযুক্ত এসআই খাইরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই পুলিশি সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক তারেক মোহাম্মদ মাসুদ বলেন, ‘বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ খাইরুল ইসলামকে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘খাইরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন এসআই মো. আব্দুল হান্নান। তিনি ইতিমধ্যে কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রে যোগদান করেছেন।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে