মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
গরিব সেজে তথ্য জালিয়াতি করে দুর্যোগ সহনীয় ঘর আর কৃষকের জন্য দেওয়া ধান কাটার যন্ত্র (হারভেস্টর) দুটোই নিজ নামে নিয়েছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে। ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান। তাঁর বাড়ি উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের বেথাম গ্রামে।
উপকারভোগী হাবিবুর রহমান ঘর ও হারভেস্টর পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘আমার পাঁচ একর জমি রয়েছে। আছে কৃষি ভর্তুকি কার্ডও।’
হাবিবুর রহমান জানান, পাঁচ একর জমির ছাড়াও মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড়ে তাঁর একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। তাঁর বড় ছেলে মাহবুব রহমান আশিক একটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত। ছোট ছেলেও অপর আরেকটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত।
এলাকাবাসীর অভিযোগ, হাবিবুর রহমানের বড় ছেলে মাহবুব রহমান আশিক চাকরির পাশাপাশি স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। মূলত ছাত্রলীগ কর্মী ছেলের তদবিরেই ঘর আর হারভেস্টর মেশিন দুটোই পেয়েছেন হাবিবুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০১৯-২০ অর্থ-বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয় ২ লাখ ৯৮ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৩৬ জনকে সরকারি এই ঘর দেওয়া হয়। এর মধ্যে বেথাম গ্রামের হাবিবুর রহমান নিজের সম্পদের তথ্য গোপন করে নিজের নামে একটি ঘর বরাদ্দ নেন।
নথিপত্র থেকে আরও জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ওই প্রকল্পের ঘর বরাদ্দের তালিকা চূড়ান্ত করা হয়। বছরের শেষের দিকে ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। ৩৬ জন উপকারভোগীর তালিকায় মো. হাবিবুর রহমানের নাম রয়েছে ১৮ নম্বরে। বেথাম গ্রামের একমাত্র উপকারভোগী তিনি।
এদিকে উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে সরকারি ভর্তুকিতে দেওয়া ৩৭ লাখ টাকা মূল্যের একটি কবুতা হারভেস্টর মেশিনও নিয়েছেন হাবিবুর রহমান।
এই বিষয়ে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম বলেন, ‘আসলে এই কাজটির শুরুতে আমি ছিলাম না। আমি আসি প্রকল্পটি বাস্তবায়নের শেষ সময়ে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ‘এই কর্মসূচিটি চলাকালীন সময়ে আমি ছিলাম না। আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে অনিয়মের বিষয়টি অবগত হলাম। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সোহেল মাহমুদকে বিষয়টি জানালে তিনি ইউএনওকে এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
গরিব সেজে তথ্য জালিয়াতি করে দুর্যোগ সহনীয় ঘর আর কৃষকের জন্য দেওয়া ধান কাটার যন্ত্র (হারভেস্টর) দুটোই নিজ নামে নিয়েছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনার মোহনগঞ্জে। ওই ব্যক্তির নাম হাবিবুর রহমান। তাঁর বাড়ি উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের বেথাম গ্রামে।
উপকারভোগী হাবিবুর রহমান ঘর ও হারভেস্টর পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘আমার পাঁচ একর জমি রয়েছে। আছে কৃষি ভর্তুকি কার্ডও।’
হাবিবুর রহমান জানান, পাঁচ একর জমির ছাড়াও মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড়ে তাঁর একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। তাঁর বড় ছেলে মাহবুব রহমান আশিক একটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত। ছোট ছেলেও অপর আরেকটি মোবাইল ব্যাংকিং কোম্পানিতে কর্মরত।
এলাকাবাসীর অভিযোগ, হাবিবুর রহমানের বড় ছেলে মাহবুব রহমান আশিক চাকরির পাশাপাশি স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। মূলত ছাত্রলীগ কর্মী ছেলের তদবিরেই ঘর আর হারভেস্টর মেশিন দুটোই পেয়েছেন হাবিবুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০১৯-২০ অর্থ-বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয় ২ লাখ ৯৮ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৩৬ জনকে সরকারি এই ঘর দেওয়া হয়। এর মধ্যে বেথাম গ্রামের হাবিবুর রহমান নিজের সম্পদের তথ্য গোপন করে নিজের নামে একটি ঘর বরাদ্দ নেন।
নথিপত্র থেকে আরও জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে ওই প্রকল্পের ঘর বরাদ্দের তালিকা চূড়ান্ত করা হয়। বছরের শেষের দিকে ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। ৩৬ জন উপকারভোগীর তালিকায় মো. হাবিবুর রহমানের নাম রয়েছে ১৮ নম্বরে। বেথাম গ্রামের একমাত্র উপকারভোগী তিনি।
এদিকে উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে সরকারি ভর্তুকিতে দেওয়া ৩৭ লাখ টাকা মূল্যের একটি কবুতা হারভেস্টর মেশিনও নিয়েছেন হাবিবুর রহমান।
এই বিষয়ে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম বলেন, ‘আসলে এই কাজটির শুরুতে আমি ছিলাম না। আমি আসি প্রকল্পটি বাস্তবায়নের শেষ সময়ে। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে কোনো অনিয়ম পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ‘এই কর্মসূচিটি চলাকালীন সময়ে আমি ছিলাম না। আমি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে অনিয়মের বিষয়টি অবগত হলাম। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সোহেল মাহমুদকে বিষয়টি জানালে তিনি ইউএনওকে এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে