Ajker Patrika

পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে কু-প্রস্তাব প্রধান শিক্ষকের, গ্রাম্য সালিসে আপস

নেত্রকোনা প্রতিনিধি
পরীক্ষার আগে প্রশ্ন দিয়ে কু-প্রস্তাব প্রধান শিক্ষকের, গ্রাম্য সালিসে আপস

পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।

এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।

এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে। 

অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’ 

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’ 

উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত