নেত্রকোনা প্রতিনিধি
পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে।
অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’
উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।
পরীক্ষার আগে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন দিয়ে ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়া সেই প্রধান শিক্ষক সোহেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী ছাত্রীর ভাই (অভিযোগকারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রত্যাহারের আবেদন করেন।
এর আগে গতকাল শনিবার এ নিয়ে গ্রাম্য সালিস বৈঠকে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের সঙ্গে স্থানীয় মাতব্বর ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের মাধ্যমে এ আপস মীমাংসা করা হয়। এতে অভিযুক্ত চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমির প্রধান শিক্ষক ক্ষমা চাওয়ায় বিষয়টি আপস-মীমাংসা করা হয়।
এ বিষয়ে ইউএনও তানজিনা শাহরীন বলেন, ‘প্রত্যাহারের আবেদন পেয়েছি, তবে আমাদের তদন্তটি চলমান রয়েছে।
অভিযোগ প্রত্যাহার করার পর ওই ছাত্রীর ভাই বলেন, ‘শনিবার এলাকার মাতব্বরেরা ও স্কুল কমিটির সদস্যরা বিষয়টি মীমাংসা করেছেন। তাই রোববার আমার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।’
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সোহেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ করেছিল। শনিবার গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। রোববার অভিযোগকারী অভিযোগ প্রত্যাহার করে ইউএনও স্যারের বরাবর আবেদন করেছে।’
উল্লেখ্য, প্রধান শিক্ষক সোহেল মিয়া এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে এক ছাত্রীকে ইমো অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে কু-প্রস্তাব দেয়। এ নিয়ে ছাত্রীর বড় ভাই ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ইউএনও তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। এ দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি) থেকেও প্রধান শিক্ষক সোহেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাকে এ ঘটনা তদন্তের নির্দেশ দেন।
রাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেযশোরে সাম্প্রতিক সময়ে খুনাখুনির পাশাপাশি চুরি-ছিনতাই বেড়ে গেছে। এমনকি প্রকাশ্যে দিনদুপুরে ঘটছে খুনের ঘটনা। সর্বশেষ এক দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটে গেছে। এ নিয়ে গত মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে ৩ মাসে ২৩ জন হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া রাত নামলেই ছিনতাই ও চুরি হচ্ছে অহরহ।
১ ঘণ্টা আগে