Ajker Patrika

বিএনপি নেতার বাসায় হামলা, দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৭: ২৪
গ্রেপ্তার প্রণয় দত্ত ও মঞ্জরুল হক । ছবি: সংগৃহীত
গ্রেপ্তার প্রণয় দত্ত ও মঞ্জরুল হক । ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে পৃথক অভিযানে পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার প্রণয় দত্ত (৫৮) ও একই এলাকার মঞ্জরুল হক (৪৫)।

তাদের মধ্যে প্রণয় দত্ত পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মঞ্জুরুল হক সাবেক যুবলীগ নেতা।

মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের টেংগাপাড়া এলাকার বাসায় হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এ সময় রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ব্যাপক ক্ষতিসাধন করে ও লুটপাট চালায় হামলাকারীরা। সরকার পতনের পর ২৮ সেপ্টেম্বর থানায় মামলা করেন ওই বিএনপি নেতা। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এর আগেও বেশ কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, আজ রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত