নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) যাঁর ভোট কেবল তিনিই দিতে পারবেন। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিতে পারবেন না। এ ছাড়া, নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রার্থীদের এসব বিষয় বুঝিয়েছেন।
সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন ইভিএমে হয়েছিল। নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা প্রতিটি স্পটে ইভিএম প্রদর্শন করেছি। সবাইকে সচেতন করেছি।’
এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘এখানে যে ইভিএম মেশিন আছে, তা একদম ফ্রেশ। আশা করি, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইভিএম মেশিন রিপ্লেস করে দেব। আমরা প্রত্যেক প্রার্থীকে দেখিয়েছি যে, এক জায়গার ভোট আরেক জায়গায় যাবে না। আশা করছি, আগামীকাল ১২৮ কেন্দ্রে ভোটার উৎসাহে, নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে।’
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ হবে। এ জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) যাঁর ভোট কেবল তিনিই দিতে পারবেন। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিতে পারবেন না। এ ছাড়া, নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রার্থীদের এসব বিষয় বুঝিয়েছেন।
সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন ইভিএমে হয়েছিল। নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা প্রতিটি স্পটে ইভিএম প্রদর্শন করেছি। সবাইকে সচেতন করেছি।’
এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘এখানে যে ইভিএম মেশিন আছে, তা একদম ফ্রেশ। আশা করি, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইভিএম মেশিন রিপ্লেস করে দেব। আমরা প্রত্যেক প্রার্থীকে দেখিয়েছি যে, এক জায়গার ভোট আরেক জায়গায় যাবে না। আশা করছি, আগামীকাল ১২৮ কেন্দ্রে ভোটার উৎসাহে, নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে।’
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ হবে। এ জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
২৩ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৪৪ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে