শেরপুর প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে রয়েছেন শেরপুরের রমজানুল ইসলাম রনি (২৫)। তিনি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বালুঘাটা গ্রামের দলিল লেখক আকরাম হোসেন আঙুরের ছেলে।
রমজানুল ইসলাম দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তাঁর ছোটভাই তারিকুল ইসলাম রকিব ময়মনসিংহের একটি কলেজে ডিগ্রীতে পড়াশোনা করেন। আর রমজান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও স্থানীয়ভাবে রমজানের পরিবারের মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিস ও নিহত রমজানের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অন্যান্য সহকর্মীদের সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে যান রমজান। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই নিহত হন রমজানুল ইসলাম। তাঁর মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এদিকে রমজানুলের বাবা একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তাই নিহত রমজানুলের মরদেহ নিতে তাঁর মা কামরুন্নাহার রত্না ও চাচা আবুল কাশেম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রমজানুলের চাচা চরশেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামান মিয়া জানান, রমজানুল ইসলাম রনি গত দেড় বছর আগে ফায়ার সার্ভিসের চাকরিতে ফায়ার ফাইটার হিসেবে যোগ দেন। গত আট মাস আগে তিনি বিয়ে করেন শ্রীবরদীর উপজেলার বাসিন্দা রূপা খাতুনকে। এরপর তিন মাস আগে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে বদলি হলে স্ত্রীকে নিয়ে সেখানেই বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।
জামান মিয়া আরও বলেন, শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর শুনে দায়িত্ব পালনে বাসা থেকে গেঞ্জি পড়েই বেরিয়ে যান রমজানুল। এরপর থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ঘটনাস্থলে ছুটে যান স্ত্রী রূপা খাতুন। পরে সেখানে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের মরদেহের মধ্যে পরনের গেঞ্জি দেখে রমজানুলকে শনাক্ত করেন স্ত্রী।
এদিকে আকস্মিক রমজানুল ইসলাম রনির মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়িতে ছুটে এসেছেন আত্মীয়-স্বজনরা। তাদের মাঝে চলছে শোকের মাতম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে রয়েছেন শেরপুরের রমজানুল ইসলাম রনি (২৫)। তিনি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বালুঘাটা গ্রামের দলিল লেখক আকরাম হোসেন আঙুরের ছেলে।
রমজানুল ইসলাম দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তাঁর ছোটভাই তারিকুল ইসলাম রকিব ময়মনসিংহের একটি কলেজে ডিগ্রীতে পড়াশোনা করেন। আর রমজান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও স্থানীয়ভাবে রমজানের পরিবারের মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিস ও নিহত রমজানের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে অন্যান্য সহকর্মীদের সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে যান রমজান। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই নিহত হন রমজানুল ইসলাম। তাঁর মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এদিকে রমজানুলের বাবা একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তাই নিহত রমজানুলের মরদেহ নিতে তাঁর মা কামরুন্নাহার রত্না ও চাচা আবুল কাশেম চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রমজানুলের চাচা চরশেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামান মিয়া জানান, রমজানুল ইসলাম রনি গত দেড় বছর আগে ফায়ার সার্ভিসের চাকরিতে ফায়ার ফাইটার হিসেবে যোগ দেন। গত আট মাস আগে তিনি বিয়ে করেন শ্রীবরদীর উপজেলার বাসিন্দা রূপা খাতুনকে। এরপর তিন মাস আগে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে বদলি হলে স্ত্রীকে নিয়ে সেখানেই বাসা ভাড়া নিয়ে থাকছিলেন।
জামান মিয়া আরও বলেন, শনিবার রাতে অগ্নিকাণ্ডের খবর শুনে দায়িত্ব পালনে বাসা থেকে গেঞ্জি পড়েই বেরিয়ে যান রমজানুল। এরপর থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় ঘটনাস্থলে ছুটে যান স্ত্রী রূপা খাতুন। পরে সেখানে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের মরদেহের মধ্যে পরনের গেঞ্জি দেখে রমজানুলকে শনাক্ত করেন স্ত্রী।
এদিকে আকস্মিক রমজানুল ইসলাম রনির মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়িতে ছুটে এসেছেন আত্মীয়-স্বজনরা। তাদের মাঝে চলছে শোকের মাতম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
২০ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে