Ajker Patrika

নানাবাড়ি থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক মামা

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২২, ১৭: ৫৪
নানাবাড়ি থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক মামা

শেরপুরের নকলায় নানাবাড়ি থেকে মম্ময় ইসলাম আরিয়ান নামে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই আরিয়ানের মামাকে (১৬) আটক করেছে পুলিশ। 

শিশু আরিয়ান গৌড়দ্বার ইউনিয়নের পূর্ব লাভা গ্রামের সজল মিয়ার ছেলে। আটক আরিয়ানের মামা স্থানীয় নামাকৈয়াকুড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সজল মিয়া গাজীপুরে গার্মেন্টস কারখানায় চাকরি করায় আরিয়ানের মা আইরিন আক্তার তিন সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে পাঁচকাহনীয়া গ্রামে বাবা আইয়ুব আলীর বাড়িতে বসবাস করছেন। গতকাল বিকেলে একই বাড়ির আইরিনের আপন চাচা আদম আলীর ছেলে ও আরিয়ানের মামা বেড়ানোর কথা বলে আইরিনের কাছ থেকে আরিয়ানকে নিয়ে যায়। দীর্ঘক্ষণ ধরে আরিয়ানের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পাঁচকাহনীয়া মসজিদে তার সন্ধান চেয়ে মাইকিং করেন। 

পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে বাড়ির ভেতর আদম আলীর গোয়ালঘরের খড়ের নিচ থেকে বস্তাবন্দী অবস্থায় আরিয়ানকে উদ্ধার করা হয়। পরে আরিয়ানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরিয়ানের মা আইরিন বলেন, ‘আরিয়ানের মামা আমার ছেলেডারে বেড়াইবার কতা কইয়া কোথায় যে নিয়া গেল আর খুঁইজা পাইলাম না। শেষমেশ হেগর গোয়ালঘর থাইক্যা বস্তার মধ্যে আমার ছেলেডার লাশ পাইলাম।’ 

আরিয়ানের বাবা সজল মিয়া বলেন, ‘জীবিকার তাগিদে আমি গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি। আমার স্ত্রী তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকে। ঘটনার খবর পেয়ে রাতেই শ্বশুরবাড়িতে এসেছি। কেন এ ধরনের ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না।’ 

আরিয়ানের মামার বিষয়ে নামা কৈয়াকুড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম বলেন, ‘আরিয়ানের মামা আমাদের স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করে। সে একজন নিয়মিত ছাত্র। তার কোনো অস্বাভাবিক আচরণ আমাদের কাছে পরিলক্ষিত হয়নি।’ 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘আরিয়ানের মামাকে মানসিক বিকারগ্রস্ত বলে শুনেছি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’ 

ওসি আরও বলেন, আরিয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করে রিমান্ড প্রার্থনা করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত