Ajker Patrika

পুকুর থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
পুকুর থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থকে মরদেহটি উদ্ধার করা হয়।

ট্রাকচালকের নাম আল আমিন (২২)। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়। পরে ঢাকা থেকে আসা সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সঙ্গে আড্ডা দেয়।  আড্ডা শেষে রাত দুইটায় যে যার মতো বাসায় চলে যায়।

 আল আমিনের পরিবারের লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাঁর দরজা খুলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই পরিবারকে জানায় রাতে ভাই বাসায় আসেনি। পরে পরিবারসহ স্থানীয়রা খোজাঁখুঁজি শুরু করে।  

একপর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেয়।  পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল। এরপর স্থানীয়রা পুকুরে জাল ফেললে উঠে আসে আল আমিনের মরদেহ। পরে থানা পুলিশকে খবর দেয়।  পুলিশ এসে লাশ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।  এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনের সহপাঠী  শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত