দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থকে মরদেহটি উদ্ধার করা হয়।
ট্রাকচালকের নাম আল আমিন (২২)। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়। পরে ঢাকা থেকে আসা সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সঙ্গে আড্ডা দেয়। আড্ডা শেষে রাত দুইটায় যে যার মতো বাসায় চলে যায়।
আল আমিনের পরিবারের লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাঁর দরজা খুলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই পরিবারকে জানায় রাতে ভাই বাসায় আসেনি। পরে পরিবারসহ স্থানীয়রা খোজাঁখুঁজি শুরু করে।
একপর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেয়। পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল। এরপর স্থানীয়রা পুকুরে জাল ফেললে উঠে আসে আল আমিনের মরদেহ। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনের সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুর থেকে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থকে মরদেহটি উদ্ধার করা হয়।
ট্রাকচালকের নাম আল আমিন (২২)। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন আল আমিন রাতের খাবার শেষে বাসা থেকে বের হয়। পরে ঢাকা থেকে আসা সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনের সঙ্গে আড্ডা দেয়। আড্ডা শেষে রাত দুইটায় যে যার মতো বাসায় চলে যায়।
আল আমিনের পরিবারের লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাঁর দরজা খুলা। ঘরে গেলে আল আমিনের ছোট ভাই পরিবারকে জানায় রাতে ভাই বাসায় আসেনি। পরে পরিবারসহ স্থানীয়রা খোজাঁখুঁজি শুরু করে।
একপর্যায়ে স্থানীয়রা পুকুর পাড়ে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে আল আমিনের পরিবারকে খবর দেয়। পরে তার পরিবার এসে শনাক্ত করে এটি আল আমিনের জুতা ও মোবাইল। এরপর স্থানীয়রা পুকুরে জাল ফেললে উঠে আসে আল আমিনের মরদেহ। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনের সহপাঠী শিমুল ও নিজাম উদ্দিনকে থানায় আনা হয়েছে।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১৬ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৩৪ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩৮ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৪৩ মিনিট আগে