Ajker Patrika

দুর্গাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৪: ৫৫
দুর্গাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন ওরফে আলেককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে জেলা আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফাজ্জল দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর এলাকার আব্দুল হানিফের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ বিকেলে রাস্তায় ট্রাক রাখা নিষেধ করাকে কেন্দ্র করে কৃষ্ণেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তাঁদের থামাতে গেলে লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিরুজ্জামান মনি (৫০)। ১৫ মার্চ নিহত মনিরুজ্জামানের ছোট ভাই আনিসুজ্জামান মানিক বাদী হয়ে দুর্গাপুর থানায় তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করে সাতজনের নামে মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, ঘটনার পরপরই আসামিরা গা ঢাকা দেন। গ্রেপ্তার প্রধান আসামি তোফাজ্জেলকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত