Ajker Patrika

ব্রহ্মপুত্র নদে লঞ্চ-স্টিমার চলবে আগামী বছর

ময়মনসিংহ প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে লঞ্চ-স্টিমার চলবে আগামী বছর

ব্রহ্মপুত্র নদে লঞ্চ-স্টিমার চলবে আগামী বছর থেকে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ব্রহ্মপুত্র নদের চলমান খননকাজের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, জেলা প্রেসক্লাব, জনউদ্যোগ, নাগরিক আন্দোলনের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার বলেন, ‘২ হাজার ৭৬৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জামালপুরের পোল্লাকান্দি থেকে গাজীপুরের কাপাসিয়ার টোক পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলোমিটার খননকাজের চলমান রয়েছে। করোনা বিপত্তির কারণে এই পর্যন্ত ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।’ 

সবকিছু স্বাভাবিক থাকলে ২০২৩ সালের জুন মাসের মধ্যেই এই নদে লঞ্চ-স্টিমার চলবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত