Ajker Patrika

ময়মনসিংহে পুলিশের রাত্রিকালীন অভিযান জোরদার

প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে পুলিশের রাত্রিকালীন অভিযান জোরদার

ময়মনসিংহ শহরকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ অপরাধ মুক্ত রাখতে কোতোয়ালি মডেল থানা-পুলিশের পক্ষ থেকে রাত্রিকালীন সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল শনিবার রাত ৮টা থেকে নগরীর পাটগুদাম দুলদুল ক্যাম্প, আবাসন পল্লি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে  দুলদুল ক্যাম্প, আবাসন পল্লি এলাকাসহ আশপাশের এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসাইন, ইন্টেলিজেন্ট অফিসার চাঁদ মিয়া, পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলীসহ পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ নগরী একটি বিভাগীয় প্রধান এলাকা। রাজধানী থেকে বিভাগের অন্যান্য জেলাগুলোতে যাতায়াতের মাধ্যম এই নগরী। রাতে মানুষের যাতায়াত এবং নগরীতে বসবাসরত সাধারণ মানুষের যেন কোনো প্রকার সমস্যা না হয় এ জন্য কোতোয়ালি মডেল থানা-পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

ওসি আরও জানান, ময়মনসিংহের অন্যান্য প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধ নির্মূলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাই শহরে চুরি, ছিনতাই, ডাকাতি, বখাটেপনাসহ সকল প্রকার অপরাধ নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত