ময়মনসিংহ প্রতিনিধি
কোটা সংস্কারে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর অংশ হিসেবে নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ থেকে দূরপাল্লার বাস চলছে না। ঝুঁকি নিয়ে বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে একটি দুটি বাস স্বল্প দুরত্বে চললেও আতঙ্কে রয়েছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী এনা, সৌখিন ও অন্যান্য পরিবহনের বাসগুলো সার বেধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রীরা এসেও ঘুরে যাচ্ছেন। সৌখিন পরিবহনের একটি বাস ছেড়ে গেলেও ঝুঁকির কথা জানিয়েছেন যাত্রী ও চালকেরা। এ ছাড়া নগরীতে যান চলাচলও কম। বন্ধ রয়েছে দোকানপাট।
মাসকান্দা বাস টার্মিনাল থেকে মাওনা যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী মাইদুল ইসলাম বলেন, জরুরি কাজে মাওনা যাব। বাস পাচ্ছি না। সকালে একবার এসে ঘুরে গেছি। দুপুরে আবার আসলাম। কিন্তু কোনো বাস চলাচল করছে না। আন্দোলন তো বেশ কয়েক দিন ধরে চলছে, সরকারের উচিত মানুষের ভোগান্তি না করে শিক্ষার্থীদের সঙ্গে বসা।
নেত্রকোনা থেকে ময়মনসিংহ পাটগুদামে আসা রুহুল আমীন নামে এক যাত্রী বলেন, ‘ভেঙে ভেঙে নেত্রকোনা থেকে ময়মনসিংহ পর্যন্ত এসেছি ঢাকা যাব বলে, কিন্তু এখানে এসে দেখি কোনো বাস ছাড়ছে না। সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এটির সমাধান না হলে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। রেলপথ সড়কপথ অবরোধ করে শুধু আমাদের যে ভোগান্তি হচ্ছে তা কিন্তু নয়; দেশ অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
সৌখিন পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে দেশের বেশির ভাগ মানুষের সমর্থন রয়েছে। তারা শুধু আন্দোলন করছে না, প্রধানমন্ত্রীর দিকেও তাকিয়ে রয়েছে। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আন্দোলনের কারণে আমাদের অবস্থা খারাপ হচ্ছে। গাড়ির চাকা ঘুরলে আমাদের পেটে ভাত ঢুকে; আজকে এক টাকাও ইনকাম হয়নি। তাহলে কীভাবে চাল ডাল কিনব বলেন?’
আরেক চালক হাবিবুর রহমান বলেন, ‘না পেরে ঝুঁকি নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়লাম। শুনেছি চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছে; তারপরেও দেখি কী হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের কারও ভাই-বোন এবং কারও সন্তান ইচ্ছা করলেই সরকার তাদের দিকটা বিবেচনা করতে পারে। তবে শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন ভাঙচুর চালিয়ে দেশের ক্ষতি না করে।’
অপরদিকে ময়মনসিংহ হতে সকাল থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে স্টেশন সংলগ্ন বলাকা এক্সপ্রেস ট্রেনটি শিক্ষার্থীরা অবরোধ করলে রেলপথেও ভোগান্তি বেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, সকাল হতে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের দিকে স্টেশন সংলগ্ন বলাশপুর এলাকায় বলাকা এক্সপ্রেস ট্রেনটি শিক্ষার্থীরা অবরোধ করলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়।
এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে র্যাব ও পুলিশের পাশাপাশি ময়মনসিংহে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে মাঠে রয়েছে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোটা সংস্কারে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের চলছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। এর অংশ হিসেবে নাশকতার আশঙ্কায় ময়মনসিংহ থেকে দূরপাল্লার বাস চলছে না। ঝুঁকি নিয়ে বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে একটি দুটি বাস স্বল্প দুরত্বে চললেও আতঙ্কে রয়েছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী এনা, সৌখিন ও অন্যান্য পরিবহনের বাসগুলো সার বেধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রীরা এসেও ঘুরে যাচ্ছেন। সৌখিন পরিবহনের একটি বাস ছেড়ে গেলেও ঝুঁকির কথা জানিয়েছেন যাত্রী ও চালকেরা। এ ছাড়া নগরীতে যান চলাচলও কম। বন্ধ রয়েছে দোকানপাট।
মাসকান্দা বাস টার্মিনাল থেকে মাওনা যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী মাইদুল ইসলাম বলেন, জরুরি কাজে মাওনা যাব। বাস পাচ্ছি না। সকালে একবার এসে ঘুরে গেছি। দুপুরে আবার আসলাম। কিন্তু কোনো বাস চলাচল করছে না। আন্দোলন তো বেশ কয়েক দিন ধরে চলছে, সরকারের উচিত মানুষের ভোগান্তি না করে শিক্ষার্থীদের সঙ্গে বসা।
নেত্রকোনা থেকে ময়মনসিংহ পাটগুদামে আসা রুহুল আমীন নামে এক যাত্রী বলেন, ‘ভেঙে ভেঙে নেত্রকোনা থেকে ময়মনসিংহ পর্যন্ত এসেছি ঢাকা যাব বলে, কিন্তু এখানে এসে দেখি কোনো বাস ছাড়ছে না। সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এটির সমাধান না হলে মনে হচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। রেলপথ সড়কপথ অবরোধ করে শুধু আমাদের যে ভোগান্তি হচ্ছে তা কিন্তু নয়; দেশ অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
সৌখিন পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে দেশের বেশির ভাগ মানুষের সমর্থন রয়েছে। তারা শুধু আন্দোলন করছে না, প্রধানমন্ত্রীর দিকেও তাকিয়ে রয়েছে। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আন্দোলনের কারণে আমাদের অবস্থা খারাপ হচ্ছে। গাড়ির চাকা ঘুরলে আমাদের পেটে ভাত ঢুকে; আজকে এক টাকাও ইনকাম হয়নি। তাহলে কীভাবে চাল ডাল কিনব বলেন?’
আরেক চালক হাবিবুর রহমান বলেন, ‘না পেরে ঝুঁকি নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়লাম। শুনেছি চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়েছে; তারপরেও দেখি কী হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের কারও ভাই-বোন এবং কারও সন্তান ইচ্ছা করলেই সরকার তাদের দিকটা বিবেচনা করতে পারে। তবে শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন ভাঙচুর চালিয়ে দেশের ক্ষতি না করে।’
অপরদিকে ময়মনসিংহ হতে সকাল থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দুপুরের দিকে স্টেশন সংলগ্ন বলাকা এক্সপ্রেস ট্রেনটি শিক্ষার্থীরা অবরোধ করলে রেলপথেও ভোগান্তি বেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, সকাল হতে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের দিকে স্টেশন সংলগ্ন বলাশপুর এলাকায় বলাকা এক্সপ্রেস ট্রেনটি শিক্ষার্থীরা অবরোধ করলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়।
এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে র্যাব ও পুলিশের পাশাপাশি ময়মনসিংহে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে মাঠে রয়েছে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে