দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কাকৈরগড়া ইউনিয়নের বন্যাকবলিতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে মেডিকেল ক্যাম্পও করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন, জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী।
নৌকা করে পানি নিতে আসা ঝানজাইল গ্রামের ৫০ বছর বয়সী হামিদা বলেন, ‘বন্যায় আমাদের ঘরবাড়ি পানিবন্দী হয়ে আছে। তাই কোনো নলকূপের পানি পাওয়া যাচ্ছে না। আজ শুনলাম সেনাবাহিনীর লোকজন বিশুদ্ধ পানি দেবেন। সে কথা শুনে খাবার পানি নিতে নৌকায় করে কলসি-বালতি নিয়ে আসলাম।’
ঝানজাইল গ্রামের আরেক বাসিন্দা আক্কাস আলী বলেন, ‘বন্যার আমাদের ঘরবাড়িতে পানি উঠে নলকূপ নষ্ট হয়ে গেছে। আমাদের গ্রামের সকল ঘরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেনাবাহিনী বিশুদ্ধ পানি দেবে এ কথা শুনে আসলাম। আমাদের বিশুদ্ধ পানি দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল বলেন, ‘আমরা প্রতিদিন বন্যাকবলিত এলাকায় যাচ্ছি। পানিবন্দী লোকজনের খোঁজখবর নিচ্ছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীও কাজ করছে।’
ইউএনও আরও বলেন, ‘যে কোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে আজকের এই উদ্যোগ বন্যাকবলিতদের অনেক উপকারে আসবে।
এ বিষয়ে মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী, আমরা আজ কাকৈরগড়া ইউনিয়নের বন্যাকবলিতদের মাঝে মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণ বিতরণ করেছি। বাকি যেসব ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেসব জায়গাতেও আমাদের টিম বিশুদ্ধ পানি সরবরাহ করবে।
বন্যাকবলিতদের সকল ধরনের সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন-ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব, দুর্গাপুর ক্যাম্প কমান্ডার মেজর রিফাত, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কাকৈরগড়া ইউনিয়নের বন্যাকবলিতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে মেডিকেল ক্যাম্পও করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন, জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী।
নৌকা করে পানি নিতে আসা ঝানজাইল গ্রামের ৫০ বছর বয়সী হামিদা বলেন, ‘বন্যায় আমাদের ঘরবাড়ি পানিবন্দী হয়ে আছে। তাই কোনো নলকূপের পানি পাওয়া যাচ্ছে না। আজ শুনলাম সেনাবাহিনীর লোকজন বিশুদ্ধ পানি দেবেন। সে কথা শুনে খাবার পানি নিতে নৌকায় করে কলসি-বালতি নিয়ে আসলাম।’
ঝানজাইল গ্রামের আরেক বাসিন্দা আক্কাস আলী বলেন, ‘বন্যার আমাদের ঘরবাড়িতে পানি উঠে নলকূপ নষ্ট হয়ে গেছে। আমাদের গ্রামের সকল ঘরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেনাবাহিনী বিশুদ্ধ পানি দেবে এ কথা শুনে আসলাম। আমাদের বিশুদ্ধ পানি দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল বলেন, ‘আমরা প্রতিদিন বন্যাকবলিত এলাকায় যাচ্ছি। পানিবন্দী লোকজনের খোঁজখবর নিচ্ছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীও কাজ করছে।’
ইউএনও আরও বলেন, ‘যে কোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে আজকের এই উদ্যোগ বন্যাকবলিতদের অনেক উপকারে আসবে।
এ বিষয়ে মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী, আমরা আজ কাকৈরগড়া ইউনিয়নের বন্যাকবলিতদের মাঝে মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানি সরবরাহ ও ত্রাণ বিতরণ করেছি। বাকি যেসব ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট রয়েছে, সেসব জায়গাতেও আমাদের টিম বিশুদ্ধ পানি সরবরাহ করবে।
বন্যাকবলিতদের সকল ধরনের সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন-ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব, দুর্গাপুর ক্যাম্প কমান্ডার মেজর রিফাত, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, কাকৈরগড়া ইউপি চেয়ারম্যান বাচ্চু তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
১১ মিনিট আগেডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ডিএনসিসির সঙ্গে এই এলাকার আওতাধীন যানজট নিরসনে যৌথভাবে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি কর্তৃপক্ষ।
১৮ মিনিট আগেপূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া এলাকায় চোরা শিকারিদের ট্রলার ও বিপুল হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ফাঁদ জব্দ করা হয়।
২৮ মিনিট আগেনেত্রকোনার কলমাকান্দায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় পাঁচ বছরের শিশু আব্দুল্লাহ নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
৪১ মিনিট আগে