Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৪: ২৪
নিখোঁজের ৩ দিন পর কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর ঝুলন্ত অবস্থায় আমির হোসেন (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ। আজ শনিবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আচারগাঁও গ্রামে একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আমির হোসেন একই গ্রামের ওয়াব উদ্দিনের ছেলে। 

পরিবার ও পুলিশ বলছে, আমির হোসেন দরিদ্র কৃষক। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় মানসিক সমস্যায় ভুগছিলেন। তিন দিন আগে (বুধবার) বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। শনিবার সকালে আমির হোসেনের ভাই আবাল উদ্দিন বাড়ির পাশে জঙ্গল থেকে লাকড়ি আনতে যান। সেখানে বাঁশঝাড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিন হোসেনকে দেখতে পান। পরে দৌড়ে বাড়িতে গিয়ে জানালে আশপাশের লোকজন সেখানে যান। পরে নান্দাইল মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আমির হোসেনের মরদেহ উদ্ধার করে।

আচারগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুর রহমান বজলু বলেন, ‘লোকটি গরিব ছিল। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। শুনেছি দীর্ঘদিন অসুস্থ ছিল।’ 

আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু আজকের পত্রিকাকে বলেন, ‘গত তিন দিন যাবৎ নিখোঁজ ছিল। সকালে জঙ্গলে মরদেহ দেখতে পেয়েছে তার পরিবার। যতটুকু জানতে পেরেছি, লোকটি আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত