সাইফুল আলম তুহিন ত্রিশাল (ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশে বসানো হয়েছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। ভিআইপি চলাচলের সময় এসব উচ্ছেদ করা হলেও পরক্ষণেই তা আবার বসে যাচ্ছে। এ কারণে চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিণত হয়েছে দুই লেনে। ফলে যানজটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ডের পদচারী-সেতুর নিচে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা সড়ক দখল করে দাঁড়িয়ে আছে। এর পাশে সরকারি নজরুল কলেজ গেটের সামনে সারি করে বসানো হয়েছে ফল, শাকসবজি ও মাছের দোকান। এতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট লেগে থাকে। এ ছাড়া বাজারের ময়লা ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। এতে নোংরা হচ্ছে পরিবেশ। আবার পদচারী-সেতু দিয়ে চলাচলের রাস্তায়ও দোকান বসেছে। এ সময় দেখা যায়, পদচারী-সেতুর নিচে কিছুক্ষণ পরপর আসছে টহল পুলিশের একটি গাড়ি। পুলিশ সদস্যরা অবৈধ অটোরিকশার পাশেই তাঁদের গাড়িও দাঁড় করিয়ে রাখছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাসট্যান্ড এলাকায় কাঁচাবাজার, ফলের দোকান ও অটোরিকশাস্ট্যান্ডের কোনো অনুমোদন নেই। এটি প্রভাবশালী মহল টাকার বিনিময়ে বসিয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। মহাসড়কের ওপর ইজারাবিহীন এ বাজার চলে ২৪ ঘণ্টা।
তবে ১৪ জানুয়ারি মহাসড়কে গিয়ে দেখা মিলেছিল ভিন্ন চিত্র। সকাল থেকে পুরো বাসস্ট্যান্ড এলাকায় ছিল না কোনো অটোরিকশা, কাঁচাবাজার। ট্রাফিক পুলিশসহ থানার পুলিশ কোনো পরিবহনকে দাঁড়াতে দিচ্ছিল না। কারণ হিসেবে জানা গেল ভিআইপি আসছেন, তাই এত আয়োজন। ভিআইপি চলে গেলে আবার পুরোনো রূপেই ফিরে আসে বাসস্ট্যান্ড। এ ছাড়া উপজেলা প্রশাসন মাঝেমধ্যে এগুলো অপসারণ করলেও দু-এক দিন পর আবার পরিস্থিতি বদলে যায়।
স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম, খোরশেদ আলমসহ কয়েকজন অভিযোগ করেন, মহাসড়কে সব সময় যানজট লেগেই থাকে। কিন্তু প্রশাসন চাইলেই সড়ক পরিষ্কার রাখতে পারে। ব্যাটারিচালিত অটোরিকশার তো মহাসড়কে চলাচল করার অনুমোদন নেই। তবে প্রশাসনের লোকদের হাত করে এগুলো চলছে। সড়কে স্ট্যান্ড করতেও মাসে মাসে টাকা দিচ্ছে। মাঝেমধ্যে নতুন প্রশাসন এলে তখন অপসারণ করা হয়। আবার মিটমাট করে এগুলো বসে যায়।
এ বিষয়ে কথা হলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজার অপসারণ করা হয়েছিল। তারা আবার বসেছে। আমরা কয়েকবার চেষ্টা করেও অপসারণ করতে পারছি না। এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা দরকার। নতুন ইউএনও স্যার এসেছেন। তাঁর সঙ্গে কথা বলে আবার অপসারণ করব।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে। সামনের সপ্তাহে ওসি সাহেবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।’
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশে বসানো হয়েছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। ভিআইপি চলাচলের সময় এসব উচ্ছেদ করা হলেও পরক্ষণেই তা আবার বসে যাচ্ছে। এ কারণে চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিণত হয়েছে দুই লেনে। ফলে যানজটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ডের পদচারী-সেতুর নিচে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা সড়ক দখল করে দাঁড়িয়ে আছে। এর পাশে সরকারি নজরুল কলেজ গেটের সামনে সারি করে বসানো হয়েছে ফল, শাকসবজি ও মাছের দোকান। এতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট লেগে থাকে। এ ছাড়া বাজারের ময়লা ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। এতে নোংরা হচ্ছে পরিবেশ। আবার পদচারী-সেতু দিয়ে চলাচলের রাস্তায়ও দোকান বসেছে। এ সময় দেখা যায়, পদচারী-সেতুর নিচে কিছুক্ষণ পরপর আসছে টহল পুলিশের একটি গাড়ি। পুলিশ সদস্যরা অবৈধ অটোরিকশার পাশেই তাঁদের গাড়িও দাঁড় করিয়ে রাখছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাসট্যান্ড এলাকায় কাঁচাবাজার, ফলের দোকান ও অটোরিকশাস্ট্যান্ডের কোনো অনুমোদন নেই। এটি প্রভাবশালী মহল টাকার বিনিময়ে বসিয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। মহাসড়কের ওপর ইজারাবিহীন এ বাজার চলে ২৪ ঘণ্টা।
তবে ১৪ জানুয়ারি মহাসড়কে গিয়ে দেখা মিলেছিল ভিন্ন চিত্র। সকাল থেকে পুরো বাসস্ট্যান্ড এলাকায় ছিল না কোনো অটোরিকশা, কাঁচাবাজার। ট্রাফিক পুলিশসহ থানার পুলিশ কোনো পরিবহনকে দাঁড়াতে দিচ্ছিল না। কারণ হিসেবে জানা গেল ভিআইপি আসছেন, তাই এত আয়োজন। ভিআইপি চলে গেলে আবার পুরোনো রূপেই ফিরে আসে বাসস্ট্যান্ড। এ ছাড়া উপজেলা প্রশাসন মাঝেমধ্যে এগুলো অপসারণ করলেও দু-এক দিন পর আবার পরিস্থিতি বদলে যায়।
স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম, খোরশেদ আলমসহ কয়েকজন অভিযোগ করেন, মহাসড়কে সব সময় যানজট লেগেই থাকে। কিন্তু প্রশাসন চাইলেই সড়ক পরিষ্কার রাখতে পারে। ব্যাটারিচালিত অটোরিকশার তো মহাসড়কে চলাচল করার অনুমোদন নেই। তবে প্রশাসনের লোকদের হাত করে এগুলো চলছে। সড়কে স্ট্যান্ড করতেও মাসে মাসে টাকা দিচ্ছে। মাঝেমধ্যে নতুন প্রশাসন এলে তখন অপসারণ করা হয়। আবার মিটমাট করে এগুলো বসে যায়।
এ বিষয়ে কথা হলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ‘ইউএনও স্যারের নির্দেশে অবৈধ থ্রি-হুইলার ও কাঁচাবাজার অপসারণ করা হয়েছিল। তারা আবার বসেছে। আমরা কয়েকবার চেষ্টা করেও অপসারণ করতে পারছি না। এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতা দরকার। নতুন ইউএনও স্যার এসেছেন। তাঁর সঙ্গে কথা বলে আবার অপসারণ করব।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী বলেন, ‘এ বিষয়ে আলোচনা হয়েছে। সামনের সপ্তাহে ওসি সাহেবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৫ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৩৯ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪২ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে