গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আজ সোমবার আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকা রয়েছে ট্রেনটি।
মানববন্ধনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জুবায়ের হোসেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে নিঃসন্দেহে শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলার মানুষ সহজ যাতায়াতের জন্য আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য আন্দোলন করে আসছে বহু বছর ধরে। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাস মিলছে না। আমরা চাই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটিতে সব আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হোক। আজ দেখেন মানববন্ধনে অংশ নিয়েছে সব শ্রেণি পেশার শত-শত মানুষ।’
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল মতিন বলেন, ‘প্রতিদিন শ্রীপুর উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঢাকা আসা-যাওয়া করে। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি হলে আমাদের সবার ভোগান্তি কম হয়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’
শ্রীপুর বাজারের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, ‘আমরা ব্যবসায়ীসহ সব পেশার মানুষ দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির জন্য। কিন্তু আমাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই আজ ট্রেন আটকে মানববন্ধনে নেমেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।’
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আটকে রেখে শ্রীপুর রেলওয়ে স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সকাল সাড়ে ১০টা ঢাকা-জামালপুর রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আজ সোমবার আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন শ্রেণি-পেশার শত-শত মানুষ। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকা রয়েছে ট্রেনটি।
মানববন্ধনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জুবায়ের হোসেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে নিঃসন্দেহে শ্রীপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলার মানুষ সহজ যাতায়াতের জন্য আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য আন্দোলন করে আসছে বহু বছর ধরে। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাস মিলছে না। আমরা চাই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনটিতে সব আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হোক। আজ দেখেন মানববন্ধনে অংশ নিয়েছে সব শ্রেণি পেশার শত-শত মানুষ।’
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুল মতিন বলেন, ‘প্রতিদিন শ্রীপুর উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঢাকা আসা-যাওয়া করে। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি হলে আমাদের সবার ভোগান্তি কম হয়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।’
শ্রীপুর বাজারের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, ‘আমরা ব্যবসায়ীসহ সব পেশার মানুষ দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসছি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির জন্য। কিন্তু আমাদের দাবির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই আজ ট্রেন আটকে মানববন্ধনে নেমেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।’
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আটকে রেখে শ্রীপুর রেলওয়ে স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সকাল সাড়ে ১০টা ঢাকা-জামালপুর রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে