Ajker Patrika

বেড়াতে আসা তরুণ সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৭: ২২
বেড়াতে আসা তরুণ সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে আসা আবির হাসান (২০) নামের এক তরুণ সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে তিনি নিখোঁজ হন। আবির গাজীপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন আবির। আজ রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।’ 

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যে ময়মনসিংহে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত