ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে সরকারি বরাদ্দের প্রতিটি ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আনোয়ারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। তিনি বলেন, সরকারি সিলসংবলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ নারীদের সহায়তার ভিডব্লিউবি কর্মসূচির চাল মজুত রাখার খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ঘটনা টের পেয়ে কৌশলে পালিয়ে যান মজুতদারেরা।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজারুল মিয়া জানান, দুই দিন আগে ইউনিয়ন পরিষদ ভবন থেকে চাল বিতরণ করা হয়েছে। আনোয়ারের বাড়ি থেকে সেই চাল জব্দ করা হয়েছে কি না তা তিনি জানেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী একটি চক্র সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনে মজুত রেখেছিল। এ ক্ষেত্রে দরিদ্র আনোয়ারের ঘর ব্যবহার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘হতদরিদ্রদের জন্য বরাদ্দের সরকারি চাল মজুত রাখার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
জামালপুরের ইসলামপুরে সরকারি বরাদ্দের প্রতিটি ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আনোয়ারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। তিনি বলেন, সরকারি সিলসংবলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ নারীদের সহায়তার ভিডব্লিউবি কর্মসূচির চাল মজুত রাখার খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ঘটনা টের পেয়ে কৌশলে পালিয়ে যান মজুতদারেরা।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজারুল মিয়া জানান, দুই দিন আগে ইউনিয়ন পরিষদ ভবন থেকে চাল বিতরণ করা হয়েছে। আনোয়ারের বাড়ি থেকে সেই চাল জব্দ করা হয়েছে কি না তা তিনি জানেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী একটি চক্র সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনে মজুত রেখেছিল। এ ক্ষেত্রে দরিদ্র আনোয়ারের ঘর ব্যবহার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘হতদরিদ্রদের জন্য বরাদ্দের সরকারি চাল মজুত রাখার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে