Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয়ের হল ও মেসগুলোতে র‍্যাগিং, প্রক্টরের কাছে অভিভাবকের অভিযোগ

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৭
নজরুল বিশ্ববিদ্যালয়ের হল ও মেসগুলোতে র‍্যাগিং, প্রক্টরের কাছে অভিভাবকের অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র‍্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র‍্যাগিং।

প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ সোমবার র‍্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। 

এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।

লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র‍্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।

প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র‍্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।

অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র‍্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র‍্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত