জাককানইবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র্যাগিং।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার র্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।
লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।
প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।
অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কঠোর সতর্কতার নোটিশ থাকা সত্ত্বেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনো কখনো রাতভর চলে এই র্যাগিং।
প্রশাসন বলছে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার র্যাগিংয়ের প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এ ছাড়াও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর অভিভাবক বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কাছে অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে গতরাতে সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু ভয়ে তিনি নাম পর্যন্ত বলতে নারাজ।
লিখিত অভিযোগে বলা হয়—শুভেচ্ছা ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদের নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী।
প্রতিদিন রাতে ৩-৪ ঘণ্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানারকম হুমকি দিয়ে এ বিষয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করা হয়েছে।
অভিযোগপত্রে পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটনের নাম উল্লেখ করে বলা হয়েছে, ‘সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলা হবে। বিভাগীয় পর্যায়ে করণীয় বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। আমরা (প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই র্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে