Ajker Patrika

মমেক শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

ময়মনসিংহ প্রতিনিধি
মমেক শিক্ষার্থীকে কু-প্রস্তাবের অভিযোগে বিভাগীয় প্রধানের অপসারণ দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৫৩ ব্যাচের একজন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগে মমেকের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচারের দাবি জানান তাঁরা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শুধু এখন নয়, তিনি বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেন। বর্তমানে আমাদের বড় আপু প্রাণের ভয়ে কলেজ থেকে চলে গিয়েছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকেরা আমাদের পিতার মতো। তাঁরা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাবো? কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব? এ রকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই।’ শুধু তাই নয় আর কোনো শিক্ষক যেন শিক্ষার্থীদের সঙ্গে এমন রকম আচরণ না করে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এক আপুর সঙ্গে দীর্ঘদিন ধরে স্যার এমনটি করে আসছেন। আমরাও এর সঠিক বিচার চাই। অধ্যক্ষ স্যার আশ্বস্ত করেছেন সঠিক বিচারের। আশা করছি সঠিক বিচার পাব।’ 

বিষয়টি অস্বীকার করে প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন ও বানোয়াট। আমার বিরুদ্ধে কেউ মানববন্ধন করবে সেটি ভাবতেও পারিনি। কোনো শিক্ষার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার প্রশ্নই ওঠে না। তবে ছাত্রলীগ করে এমন কিছু শিক্ষার্থীকে নম্বর কম দেওয়ার অভিযোগ এনে আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে আছি। মানববন্ধনের বিষয়টি শুনেছি। সেখান থেকে ফিরে শিক্ষার্থীদের সঙ্গে বসে, আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক অন্যায় করলে অবশ্যই তাঁর বিচার হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত