প্রতিনিধি
পূর্বধলা (নেত্রকোনা): গত দুই দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনা পূর্বধলা সদর উপজেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয়ে পানি উঠে গেছে। আজ বুধবার এমন পরিস্থিতির জন্য এসব দপ্তরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
টানা বৃষ্টির ফলে উপজেলা পরিষদ কার্যালয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত ৭টি কার্যালয়ে পানি উঠেছে। অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছেন সদরে বসবাসরত বিভিন্ন এলাকার মানুষ। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল, মাছের খামার ও বীজতলা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের নীচতলায় অবস্থিত উপজেলা সমবায় কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সমাজসেবা কার্যালয়ে পানি উঠে গেছে। ওই দপ্তরের কক্ষগুলোতে সারা দিনই প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল। ফলে ওই দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদ চত্বর পানিতে তলিয়ে গেছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী জানান, তার কার্যালয়টি উপজেলা পরিষদের চত্বরের চেয়ে প্রায় আধা ফুট নিচু। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি উঠে যায়। এই দুদিনের অতি বৃষ্টিতে অফিসে প্রায় এক ফুট পানি উঠে গেছে। তাই অফিস খোলা সম্ভব হয়নি। পানিতে আসবাবপত্রের অর্ধেক পানিতে তলিয়ে গেছে। ফলে আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোড, রওশনারা রোড, স্টেশন রোডসহ সদরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে যায়। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
উপজেলার মৌদাম গ্রামের মিজানুর রহমান জানান, অতি বৃষ্টিতে তাঁর মাছের খামার তলিয়ে গেছে। এতে তাঁর অনেক মাছ ভেসে গেছে।
উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোডের বাসিন্দা আব্দুল মোমেন জুয়েল বলেন, অতি বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে তাঁর জমির আমন ধানের বীজ তলিয়ে গেছে।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান, পৌরসভা না থাকায় উপজেলা সদরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় অপরিকল্পিতভাবে উঁচু করে স্থাপনা নির্মাণ হচ্ছে। তা ছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। এ কারণে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসন যৌথভাবে সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
পূর্বধলা (নেত্রকোনা): গত দুই দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনা পূর্বধলা সদর উপজেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যালয়ে পানি উঠে গেছে। আজ বুধবার এমন পরিস্থিতির জন্য এসব দপ্তরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
টানা বৃষ্টির ফলে উপজেলা পরিষদ কার্যালয়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত ৭টি কার্যালয়ে পানি উঠেছে। অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছেন সদরে বসবাসরত বিভিন্ন এলাকার মানুষ। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল, মাছের খামার ও বীজতলা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের নীচতলায় অবস্থিত উপজেলা সমবায় কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সমাজসেবা কার্যালয়ে পানি উঠে গেছে। ওই দপ্তরের কক্ষগুলোতে সারা দিনই প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল। ফলে ওই দপ্তরগুলোর কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদ চত্বর পানিতে তলিয়ে গেছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী জানান, তার কার্যালয়টি উপজেলা পরিষদের চত্বরের চেয়ে প্রায় আধা ফুট নিচু। ফলে সামান্য বৃষ্টি হলেই পানি উঠে যায়। এই দুদিনের অতি বৃষ্টিতে অফিসে প্রায় এক ফুট পানি উঠে গেছে। তাই অফিস খোলা সম্ভব হয়নি। পানিতে আসবাবপত্রের অর্ধেক পানিতে তলিয়ে গেছে। ফলে আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।
উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোড, রওশনারা রোড, স্টেশন রোডসহ সদরের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে যায়। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
উপজেলার মৌদাম গ্রামের মিজানুর রহমান জানান, অতি বৃষ্টিতে তাঁর মাছের খামার তলিয়ে গেছে। এতে তাঁর অনেক মাছ ভেসে গেছে।
উপজেলা সদরের বালিকা বিদ্যালয় রোডের বাসিন্দা আব্দুল মোমেন জুয়েল বলেন, অতি বৃষ্টিতে জলাবদ্ধতার ফলে তাঁর জমির আমন ধানের বীজ তলিয়ে গেছে।
উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান, পৌরসভা না থাকায় উপজেলা সদরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় অপরিকল্পিতভাবে উঁচু করে স্থাপনা নির্মাণ হচ্ছে। তা ছাড়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। এ কারণে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসন যৌথভাবে সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
৩ মিনিট আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৫ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৬ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে