ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ নিতে তাগিদ দেওয়ার অভিযোগ উঠেছে। ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দিতে আজ বুধবার বেলা ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ হওয়ার কথা।
স্থানীয় বিভিন্ন শিক্ষক জানান, আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের। কর্মী সমাবেশে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়, আহম্মদপুর উচ্চবিদ্যালয়, পোড়ারচর এসএমএ দাখিল মাদ্রাসা, নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে।
সরেজমিনে জানা গেছে, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশস্থলে শামিয়ানা টানানোর কাজও শেষ। ইতিমধ্যে কর্মী সমাবেশ সফল করতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নৌকার তোরণসহ বড় বড় গেট নির্মাণ করা হয়েছে। এসব তোরণ ও গেটে সাঁটিয়ে দেওয়া হয়েছে ধর্মমন্ত্রীর ছবিসহ ব্যানার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ধর্মমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ ও গেট নির্মাণ করা হয়েছে।
কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া কথা রয়েছে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাছুম, উপদেষ্টামণ্ডলীর সদস্য আজিজুর রহমান ফুটু, নাদের হোসেন ও সদস্য আবুল কাশেম উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকেরা জানান।
গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘কর্মী সমাবেশে ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াত দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে যেতে বলা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই বাধ্যতামূলক। সেখানে প্রধান অতিথি ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দিতে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি।’
আহম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বলেন, ‘গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ বারী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে কর্মী সমাবেশে যেতে বলেছেন। কর্মী সমাবেশ সফল করতে তোরণ ও গেট নির্মাণ করতে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারিনি। শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আড়াই মাইল দূরের পথ পাড়ি দিয়ে কীভাবে যাব, সেটাই বারবার ভাবছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ধর্মমন্ত্রীর সংবর্ধনার জন্য আওয়ামী লীগের কর্মী সমাবেশে যেতে বলেছেন বলে জানান পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ বারী বলেন, ‘ইউনিয়নের সবগুলো হাইস্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষকদের কর্মী সমাবেশে যোগদান করতে দাওয়াত দেওয়া হয়েছে। এ সময় ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি তাঁদের মর্জি।’
গাইবান্ধা ইউনিয়নের সব হাইস্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে কর্মী সমাবেশে যোগদান করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
দলীয় কর্মী সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেন নিয়ে যেতে শিক্ষকদের বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় সমাবেশে যেতে দোষ কী? শিক্ষার্থীরা কি আওয়ামী লীগের কর্মী হতে পারবে না?’
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ নিতে তাগিদ দেওয়ার অভিযোগ উঠেছে। ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দিতে আজ বুধবার বেলা ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ হওয়ার কথা।
স্থানীয় বিভিন্ন শিক্ষক জানান, আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের। কর্মী সমাবেশে অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়, গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়, আহম্মদপুর উচ্চবিদ্যালয়, পোড়ারচর এসএমএ দাখিল মাদ্রাসা, নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও পোড়ারচর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে।
সরেজমিনে জানা গেছে, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নছিমুন্নেছা ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশস্থলে শামিয়ানা টানানোর কাজও শেষ। ইতিমধ্যে কর্মী সমাবেশ সফল করতে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নৌকার তোরণসহ বড় বড় গেট নির্মাণ করা হয়েছে। এসব তোরণ ও গেটে সাঁটিয়ে দেওয়া হয়েছে ধর্মমন্ত্রীর ছবিসহ ব্যানার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ধর্মমন্ত্রীকে স্বাগত জানিয়ে তোরণ ও গেট নির্মাণ করা হয়েছে।
কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়া কথা রয়েছে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাছুম, উপদেষ্টামণ্ডলীর সদস্য আজিজুর রহমান ফুটু, নাদের হোসেন ও সদস্য আবুল কাশেম উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকেরা জানান।
গাইবান্ধা সাজেদা-মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, ‘কর্মী সমাবেশে ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াত দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে যেতে বলা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই বাধ্যতামূলক। সেখানে প্রধান অতিথি ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দিতে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি।’
আহম্মদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ বলেন, ‘গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ বারী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে কর্মী সমাবেশে যেতে বলেছেন। কর্মী সমাবেশ সফল করতে তোরণ ও গেট নির্মাণ করতে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারিনি। শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আড়াই মাইল দূরের পথ পাড়ি দিয়ে কীভাবে যাব, সেটাই বারবার ভাবছি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ধর্মমন্ত্রীর সংবর্ধনার জন্য আওয়ামী লীগের কর্মী সমাবেশে যেতে বলেছেন বলে জানান পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজাদ বারী বলেন, ‘ইউনিয়নের সবগুলো হাইস্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষকদের কর্মী সমাবেশে যোগদান করতে দাওয়াত দেওয়া হয়েছে। এ সময় ধর্মমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি তাঁদের মর্জি।’
গাইবান্ধা ইউনিয়নের সব হাইস্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকদের নিয়ে কর্মী সমাবেশে যোগদান করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
দলীয় কর্মী সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কেন নিয়ে যেতে শিক্ষকদের বলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় সমাবেশে যেতে দোষ কী? শিক্ষার্থীরা কি আওয়ামী লীগের কর্মী হতে পারবে না?’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৮ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে