প্রতিনিধি, দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘণ্টা পর মারা যান ওই গৃহবধূ।
মৃত জোসনা আক্তার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়ার (৩০) স্ত্রী এবং এই দম্পতির দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, `আমার বোনকে মারপিট না করার জন্য স্বামী আনিস মিয়া ও তার পরিবারের লোকজনকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি। তার পরও টাকাপয়সাসহ বিভিন্ন অজুহাতে আমার বোনকে প্রায় সময়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত বৃহস্পতিবার জোসনা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামীকে ওষুধ আনার কথা বলে। কিন্তু ওষুধ না এনে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওষুধের পরিবর্তে ঘরের ভেতর বিষ রাখা আছে খেয়ে মরে যেতে বলে। স্বামীর এসব কথা সহ্য করতে না পেরে ওই দিন রাত ১০টার দিকে আমার বোন বিষপান করে।'
মোমিন মিয়া বলেন, `বিষপানের বিষয়টি আনিস মিয়া আমার ফুপাতো ভাই লাল মিয়াকে জানালে তিনি আমার বোনকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বেো ৩টার দিকে আমার বোন মারা যায়।'
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম শনিবার সকালে গৃহবধূর মৃতদেহ মর্গের পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী আনিস মিয়া পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘণ্টা পর মারা যান ওই গৃহবধূ।
মৃত জোসনা আক্তার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়ার (৩০) স্ত্রী এবং এই দম্পতির দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।
গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, `আমার বোনকে মারপিট না করার জন্য স্বামী আনিস মিয়া ও তার পরিবারের লোকজনকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি। তার পরও টাকাপয়সাসহ বিভিন্ন অজুহাতে আমার বোনকে প্রায় সময়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত বৃহস্পতিবার জোসনা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামীকে ওষুধ আনার কথা বলে। কিন্তু ওষুধ না এনে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওষুধের পরিবর্তে ঘরের ভেতর বিষ রাখা আছে খেয়ে মরে যেতে বলে। স্বামীর এসব কথা সহ্য করতে না পেরে ওই দিন রাত ১০টার দিকে আমার বোন বিষপান করে।'
মোমিন মিয়া বলেন, `বিষপানের বিষয়টি আনিস মিয়া আমার ফুপাতো ভাই লাল মিয়াকে জানালে তিনি আমার বোনকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বেো ৩টার দিকে আমার বোন মারা যায়।'
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম শনিবার সকালে গৃহবধূর মৃতদেহ মর্গের পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী আনিস মিয়া পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১১ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৮ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩২ মিনিট আগে