Ajker Patrika

আন্দোলনে নিহত আসিফুরের পরিবারকে আর্থিক সহায়তা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৭: ০৬
আন্দোলনে নিহত আসিফুরের পরিবারকে আর্থিক সহায়তা

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত হয় গার্মেন্টস কর্মী আসিফুর রহমান (১৭)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত আসিফুরের মা ফজিলা খাতুনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। 

আসিফুরের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামে। ছয় ভাইবোনের মধ্যে আসিফ দ্বিতীয়। আসিফের বড় বোনের বিয়ে হয়েছে ঢাকায়। অন্য ভাই-বোনদের নিয়ে তার মা গ্রামের বাড়িতে থাকেন। আসিফের বাবা প্রায় ২০ বছর ধরে রাজধানীর মিরপুর এলাকায় পাটের ব্যবসা করছেন। আসিফ দেড় বছর যাবৎ রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টসে কাজ করছিলেন। 

গত ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সংঘর্ষের ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয় আসিফ। পরে রাত ৯টার দিকে মৃত্যু হয় তার। 

এ নিয়ে ২৬ জুলাই ‘দুর্ঘটনার ভয়ে বাইক কিন্যা দেই নাই, বাপধন তো গুলিতে মরল’—শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে এবং ২৭ জুলাই পত্রিকার প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হয়। আজ বৃহস্পতিবার সকালে নিহত আসিফুরের মা ফজিলা খাতুনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন ইউএনও মাসুদ রানা। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মাসুদ রানা বকেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসিফুরের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরিবারটি যেন ন্যায়বিচার পায় এটাই প্রত্যাশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত