প্রতিনিধি
ময়মনসিংহ: নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় সানজিদা আক্তার রেমি (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্যই তাকে হত্যা করা হয়েছে।
সানজিদার বাবা এমদাদ অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য মেয়েকে হত্যা করেছেন তাঁর স্বামী। স্বামীর নির্যাতনে তাঁর নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। ঘটনার পর থেকে সানজিদার স্বামী শুভ ও তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় সানজিদাকে রাত ৩টার দিকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সানজিদার চাচা বলেন, এক বছর আগে সানজিদার সঙ্গে চরপাড়া এলাকার ইলেক্ট্রিশিয়ান শুভর বিয়ে হয়। শুভ কিছুদিন পরপর বাড়ি থেকে টাকা আনার জন্য বলতেন। টানা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন চলতো। আজ ভোরে সানজিদার শ্বশুর বাড়ির লোকজন তাদের খবর দেন যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভাতিজিকে খুঁজতে থাকি। পরে জানতে পারি সানজিদার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
কোতয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সানজিদার বাবা এমদাদ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর সানজিদার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ময়মনসিংহ: নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় সানজিদা আক্তার রেমি (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্যই তাকে হত্যা করা হয়েছে।
সানজিদার বাবা এমদাদ অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য মেয়েকে হত্যা করেছেন তাঁর স্বামী। স্বামীর নির্যাতনে তাঁর নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। ঘটনার পর থেকে সানজিদার স্বামী শুভ ও তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় সানজিদাকে রাত ৩টার দিকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সানজিদার চাচা বলেন, এক বছর আগে সানজিদার সঙ্গে চরপাড়া এলাকার ইলেক্ট্রিশিয়ান শুভর বিয়ে হয়। শুভ কিছুদিন পরপর বাড়ি থেকে টাকা আনার জন্য বলতেন। টানা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন চলতো। আজ ভোরে সানজিদার শ্বশুর বাড়ির লোকজন তাদের খবর দেন যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। দ্রুত হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভাতিজিকে খুঁজতে থাকি। পরে জানতে পারি সানজিদার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
কোতয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সানজিদার বাবা এমদাদ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর সানজিদার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৪ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে আবির ইসলাম নামে (১০) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাবেয়া মোড়ের কাছে নদীর ব্রিজের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
১১ মিনিট আগে