সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের। গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে বৈঠকখানার সিলিং ফ্যান আছড়ে পড়লে কপাল ফেটে যায় তাঁর। এতে তিনি গুরুতর আহত হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও এমপির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান এমপি। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান এমপির মাথার ওপর আছড়ে পড়ে। এতে তাঁর কপাল ফেটে যায়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা দেবাশীষ রাজবংশী জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পান তিনি। পরে হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি তাঁর নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
গত বছর মোবাইল ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নিয়ে বেফাঁস কথা বলে ভাইরাল হন মুরাদ হাসান এমপি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। দেশের মাটিতে ঠাঁই হবে না ভেবে তিনি পাড়ি জমাতে চান কানাডায়। সেখানেও ঢুকতে পারেননি তিনি। অবশেষে নানা বন্দর ঘুরে দেশে ফিরতে বাধ্য হন তিনি।
এরপর থেকে অনেকটা আত্মগোপনে থেকে যান তিনি। তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের জানাজায় তাঁকে ফের জনসম্মুখে দেখা যায়। চাচার জানাজা ও দাফন শেষে ফের ঢাকায় ফিরে যান তিনি। কিছুদিন পর নানা বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মানসিকভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান চলতি বছরের জানুয়ারীতে এমপি মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি ছেড়ে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে চলে আসেন। সেখান থেকে হারানো ক্যারিয়ার ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছিলেন এমপি মুরাদ।
সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের। গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে আলাপকালে বৈঠকখানার সিলিং ফ্যান আছড়ে পড়লে কপাল ফেটে যায় তাঁর। এতে তিনি গুরুতর আহত হন। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও এমপির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন মুরাদ হাসান এমপি। এ সময় বৈঠকখানার একটি সিলিং ফ্যান এমপির মাথার ওপর আছড়ে পড়ে। এতে তাঁর কপাল ফেটে যায়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা দেবাশীষ রাজবংশী জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পান তিনি। পরে হাসপাতালের একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়ীতে গিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর কপালে তিনটি সেলাই দিতে হয়েছে। তিনি তাঁর নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
গত বছর মোবাইল ফোনে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নিয়ে বেফাঁস কথা বলে ভাইরাল হন মুরাদ হাসান এমপি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। দেশের মাটিতে ঠাঁই হবে না ভেবে তিনি পাড়ি জমাতে চান কানাডায়। সেখানেও ঢুকতে পারেননি তিনি। অবশেষে নানা বন্দর ঘুরে দেশে ফিরতে বাধ্য হন তিনি।
এরপর থেকে অনেকটা আত্মগোপনে থেকে যান তিনি। তাঁর চাচা বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের জানাজায় তাঁকে ফের জনসম্মুখে দেখা যায়। চাচার জানাজা ও দাফন শেষে ফের ঢাকায় ফিরে যান তিনি। কিছুদিন পর নানা বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মানসিকভাবে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান চলতি বছরের জানুয়ারীতে এমপি মুরাদ হাসানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি ছেড়ে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে চলে আসেন। সেখান থেকে হারানো ক্যারিয়ার ফিরিয়ে আনতে কাজ চালিয়ে যাচ্ছিলেন এমপি মুরাদ।
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
১৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
২৮ মিনিট আগে