Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় অটো চালককে মারধর, অবশেষে মৃত্যু

প্রতিনিধি, দুর্গাপুর (নেত্রকোনা)
পাওনা টাকা চাওয়ায় অটো চালককে মারধর, অবশেষে মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে পাওনাকৃত অটো ভাড়া ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে চড়থাপ্পড় ও ঘুষির দুদিন পর অবশেষে মারা গেলেন মোশারফ হোসেন (২২) নামের এক অটোরিকশা চালক। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাত ৯টার দিকে তিনি মারা যান। 

নিহত অটোরিকশা চালক মোশারফ উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে। 

এ ঘটনায় অভিযুক্ত মো. নুর জামাল (২৪) পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার বড়জান গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। বর্তমানে তিনি তাঁর নানার বাড়ি পাইকপাড়ায় থাকেন। 

জানা যায়, মতি মিয়ার ব্যাটারি চালিত অটোরিকশা মাঝে মাঝে তাঁর ছেলে মোশারফ চালাতেন। এই সুবাদে মোশারফ ২০ টাকা অটো ভাড়া পেত নুর জামালের কাছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে পাইকপাড়া মোড়ে নুর জামালের সঙ্গে মোশারফের দেখা হয়। অটোরিকশা ভাড়া বাবদ ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে তাঁদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নুর জামাল মোশারফের ঘাড়ে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও ঘুষি মারেন। আঘাতের স্থানে ব্যথা ও যন্ত্রণা নিয়ে বাড়িতে রাতে থাকেন। পরের দিন শুক্রবার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন তিনি। এরপর মোশারফ শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাত ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের চিকিৎসা নিতে আসেন। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাত ৯টার দিকে মারা যান মোশারফ। 

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত