Ajker Patrika

কৃষিজমির মাটি ইটভাটায়, মালিককে লাখ টাকা জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৪
কৃষিজমির মাটি ইটভাটায়, মালিককে লাখ টাকা জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছিল। এমন সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার চারাইলদার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চারাইলদার এলাকার ইএলটি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিলেন ইটভাটার মালিকপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মালিককে জরিমানা করেন। ছবি: আজকের পত্রিকাস্থানীয় কৃষকেরা জানান, ইটভাটার আশপাশের মাটিতে ইটভাটার কারণে ঠিকমতো চাষাবাদ হয় না। তা ছাড়া ইটভাটার আশপাশের জমিগুলো নেওয়ার জন্য ইটভাটার মালিকেরা ফন্দি পেতে থাকে। মোটা টাকার প্রলোভন দেখিয়ে জমিগুলো থেকে ইটভাটায় মাটি কেটে নিয়ে ইট তৈরি করছে। 

এ বিষয়ে ইউএনও লুৎফর রহমান বলেন, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এ সময় দেখি কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নিচ্ছে ইটভাটার মালিকপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত