প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা খেলার মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ আড়াআড়িভাবে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন-এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আপ্তাব উদ্দিন, শাহাদাত হোসেন, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, যুবলীগ নেতা খালিছ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন মিয়া, ব্যবসায়ী টুনু মিয়া, জুবেল মিয়া, ফুটবলার পারভেজ মিয়া, ইমরান মিয়া, এমদাদ হোসেন, ক্রিকেটার আং রহমান, এমদাদুর রহমান, আব্দুর রাহীম, আয়াছ আলী, পারভেজ মিয়া, হৃদয় আহমদ, হাসান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রহমতপুর উচ্চ বিদ্যালয় ও রহমতপুর প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি দুটি প্রতিষ্ঠান। এ দুই প্রতিষ্ঠানের মধ্যখানে একটি খেলার মাঠ রয়েছে। এলাকার একটিমাত্র মাঠ হওয়ায় স্বাধীনতার পর থেকে স্থানীয়রা এখানে খেলাধুলা করে আসছে। পাশাপাশি বড় বড় রাষ্ট্রীয় ও সামাজিক সভা-সমাবেশ এ মাঠেই হয়ে থাকে। কিন্তু গত প্রায় ২০ দিন আগে রহমতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে হঠাৎ করে মাঠের মধ্যখানে আড়াআড়ি দেয়াল নির্মাণকাজ শুরু করে। স্থানীয়দের বাধা অগ্রাহ্য করেই নির্মাণকাজ অব্যাহত থাকে। এ বিষয়ে গত ২৩ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দেওয়া হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে রাতের আঁধারেও চলছে দেয়াল নির্মাণকাজ।
বক্তারা অবিলম্বে দেয়াল নির্মাণকাজ বন্ধ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থাকা খেলার মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ আড়াআড়িভাবে দেয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের সামনে মানববন্ধনে এলাকার বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন-এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আপ্তাব উদ্দিন, শাহাদাত হোসেন, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, যুবলীগ নেতা খালিছ মিয়া, স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন মিয়া, ব্যবসায়ী টুনু মিয়া, জুবেল মিয়া, ফুটবলার পারভেজ মিয়া, ইমরান মিয়া, এমদাদ হোসেন, ক্রিকেটার আং রহমান, এমদাদুর রহমান, আব্দুর রাহীম, আয়াছ আলী, পারভেজ মিয়া, হৃদয় আহমদ, হাসান মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রহমতপুর উচ্চ বিদ্যালয় ও রহমতপুর প্রাথমিক বিদ্যালয় পাশাপাশি দুটি প্রতিষ্ঠান। এ দুই প্রতিষ্ঠানের মধ্যখানে একটি খেলার মাঠ রয়েছে। এলাকার একটিমাত্র মাঠ হওয়ায় স্বাধীনতার পর থেকে স্থানীয়রা এখানে খেলাধুলা করে আসছে। পাশাপাশি বড় বড় রাষ্ট্রীয় ও সামাজিক সভা-সমাবেশ এ মাঠেই হয়ে থাকে। কিন্তু গত প্রায় ২০ দিন আগে রহমতপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে হঠাৎ করে মাঠের মধ্যখানে আড়াআড়ি দেয়াল নির্মাণকাজ শুরু করে। স্থানীয়দের বাধা অগ্রাহ্য করেই নির্মাণকাজ অব্যাহত থাকে। এ বিষয়ে গত ২৩ আগস্ট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দেওয়া হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। অন্যদিকে রাতের আঁধারেও চলছে দেয়াল নির্মাণকাজ।
বক্তারা অবিলম্বে দেয়াল নির্মাণকাজ বন্ধ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১২ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৯ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৩ মিনিট আগে