Ajker Patrika

জমিতে গর্ত করা নিয়ে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ৩২
জমিতে গর্ত করা নিয়ে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের গৌরীপুরে জমিতে গর্ত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সহনাটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ভূঁইয়ার বাজারে তাঁর মেশিনারিজ যন্ত্রাংশের দোকান রয়েছে।

এ নিয়ে জানতে চাইলে আবুল কালামের ছোট ভাই খোরশেদ আলম জানান, তাঁর ভাই আবুল কালাম সম্প্রতি বাড়িতে গরুর একটি খামার করেছেন। ওই খামারের বর্জ্য নিষ্কাশনের জন্য বাড়ির পাশের জমিতে একটি গর্ত করেছেন। এ জমির পাশে ওই গ্রামের আব্দুল গফুরের ৩০ শতাংশ জমি রয়েছে। ঘটনার দিন সকালে গফুর অভিযোগ করেন, কালামের করা গর্তের কারণে তাঁর জমির আইল ভেঙে যেতে পারে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় উপস্থিত প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দিলে উভয় পক্ষ বাড়িতে চলে যায়। পরে সকাল ১০টার দিকে ছেলে সোহাগকে নিয়ে দোকানে যাওয়ার পথে কালামের ওপর গফুর, তাঁর ভাই সেলিম, জিল্লু, ভাগনে রবি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে কালাম আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ নিয়ে জানতে চাইলে প্রতিবেশী হাশিম উদ্দিন বলেন, ‘জমিতে গর্ত করাকে কেন্দ্র করে উভয়ে ঝগড়ায় লিপ্ত হলে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। পরে গফুর লোকজন নিয়ে কালামের ওপর হামলা করেছেন। এতে কালাম মারা যান।’

এ ঘটনার পর থেকে আব্দুল গফুরসহ অন্যরা পলাতক। তাই তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত